Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ১১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল প্রমীলা বাহিনী

East Bengal Women's Stellar Performance

পুরোনো ফর্ম ধরে রেখেই এবারের কন্যাশ্রী ফুটবল কাপে (Kanyashree Cup) যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এবার কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে প্রায় এগারো গোলে পরাজিত করেছিল মশাল ব্রিগেড। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের মুখোমুখি হয়েছিল তুলসীরা। নির্ধারিত সময়ের শেষে ৭ গোলে সেই ম্যাচ জিতে নেয় ময়দানের এই প্রধান।

Advertisements

পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও পরবর্তীতে আবারও জয়ের সরনীতে ফেরে ময়দানের এই প্রধান। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ডার্বি জয় করে দল। সেই ধারা বজায় থাকল আজ।

নির্ধারিত সূচী অনুযায়ী আজ মতুয়া দলের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ শিবির। সম্পূর্ণ সময়ের শেষে ১১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় তুলে নিয়েছে মশাল ব্রিগেড। যার দরুণ, পাঁচ ম্যাচ খেলে মোট তেরো পয়েন্ট নিয়ে গ্রুপে যথেষ্ট সক্রিয়তা বজায় রাখল দল। গত ডার্বি ম্যাচে জয় পাওয়ার পর আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে লাল-হলুদ ব্রিগেড। তার জন্য আজ শুরু থেকেই যথেষ্ট চনমনে লেগেছে গোটা দলকে। ম্যাচের ঠিক ৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন তুলসী হেমব্রম। তারপর প্রতিপক্ষ দলের তরফ থেকে যথেষ্ট সাবধানী মনোভাব দেখা গেলেও ঠিক ৩৯ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন সুলঞ্জনা। তার কিছু সময় পরেই তৃতীয় গোল। যারফলে, প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

Advertisements

তবে দ্বিতীয়ার্ধে ও আক্রমণ করতে ছাড়েনি ইস্টবেঙ্গল ফুটবল দল। সুযোগ বুঝে ৫১ মিনিটে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন সুলঞ্জনা। এরপর সারজিদা ও সাস্বতীর গোলে কার্যত দিশেহারা হয়ে ওঠে প্রতিপক্ষ ফুটবল দল। ম্যাচের ঠিক ৮৫ মিনিটের মধ্যে নিজের ডবল হ্যাট্রিক সম্পন্ন করেন লাল-হলুদ তারকা সুলঞ্জনা রাউল। তারপর অতিরিক্ত সময় জোড়া গোল করেন সন্ধ্যা। মশাল ব্রিগেডের এই অনবদ্য জয়ের ফলে খুশির ঝলক সকলের মধ্যে।