সৃষ্টি হল নতুন ইতিহাস! এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে মশাল কন্যারা

নতুন রেকর্ড সৃষ্টি করল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women Team)। দেশের গন্ডি টপকে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার লড়াই অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েদের। উল্লেখ্য,…

East Bengal Women Team Creates History, Qualifies for AFC Women’s Champions League Group Stage

নতুন রেকর্ড সৃষ্টি করল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women Team)। দেশের গন্ডি টপকে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার লড়াই অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েদের। উল্লেখ্য, গত সিজনে অনবদ্য ফুটবল খেলেছিল মশাল কন্যারা। কন্যাশ্রী কাপের পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ ও ঘরে তুলেছিল ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এই খেতাব জয়ের দরুন এই নয়া সিজনে এএফসির ওমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলার ছাড়পত্র লাভ করেছিল সুইটি দেবীরা। সেই অনুযায়ী সপ্তাহ কয়েক আগেই কম্বোডিয়ায় উড়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল।

Also Read | দীর্ঘমেয়াদি চুক্তিতে মুম্বাইয়ের পথে বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

   

ফাজিলা ইকওয়াপুথের করা একটি মাত্র গোলে গত ২৫শে আগস্ট প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কম্বোডিয়ার সেই শক্তিশালী দলকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে ও সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু তাঁর আগেই কম্বোডিয়ার সেই ক্রাউন এফসির সঙ্গে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করেছিল হংকংয়ের শক্তিশালী কিচি এফসি। যারফলে দ্বিতীয় ম্যাচের ড্র করলেই এএফসির গ্রুপ পর্বে উঠে যাওয়া কার্যত নিশ্চিত ছিল ময়দানের এই প্রধানের। সেইমতো আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কিচি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল সৌম্যা গুগুলোথরা।

প্রথমার্ধের মাত্র ৯ মিনিটের মাথায় ফাজিলার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বঙ্গ তনয়া সঙ্গীতা বাস্ফোর। তারপরও আরো বেশ কয়েকবার বলে সুযোগ পেয়েছিল মশাল ব্রিগেড। কিন্তু আর গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে কিচি এফসিকে সমতায় এনেছিলেন হো এম এম। কিন্তু পরবর্তীতে আর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি কারোর পক্ষেই। যারফলে শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফল নিয়েই মাঠ ছাড়ে উভয় দল। সেই সুবাদে এবার গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে চলে গেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

Advertisements

এক কথায় যা বিরাট বড় সাফল্য। প্রিলিমিনারী রাউন্ডের প্রথম ম্যাচে নম পেন ক্রাউন এফসির বিপক্ষে একটি গোলের ব্যবধানে জয় পাওয়ার পর আজকের এই ড্রয়ের দরুন চার পয়েন্টে পৌঁছে গেল ময়দানের এই দল। আগামী দিনে এএফসির মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা থাকবে সকলের।