এভারেস্টের দেশে মশাল-কন্যাদের সাফ জয়

east-bengal-women-saff-club-championship-title

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালার ঠান্ডা আবহাওয়াকে যেন উষ্ণতায় ভরিয়ে দিল ইস্টবেঙ্গলের (East Bengal) মেয়েরা। বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক ট্রফি এল কলকাতার লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নেপালের শক্তিশালী এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল।

বিশ্বকাপে জায়গা পেলেন না শুভমন, কারণ ফাঁস করলেন স্কাই-আগরকর

   

ফাইনালের মঞ্চে লাল-হলুদ জয়ের নায়ক-নায়িকারা ফাজিলা ইকওয়াপুট, শিল্কি দেবী, সুলঞ্জনা রাউল, জ্যোতি। এমনকি রক্ষণভাগের অবিচল প্রাচীর সবাই মিলে প্রমাণ করলেন, ভারতীয় মহিলা ফুটবল আন্তর্জাতিক মঞ্চে কতটা দৃঢ় হয়ে উঠছে। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের কৌশল আর মেয়েদের আত্মবিশ্বাসে ভর করেই এল এই সাফল্য।

ম্যাচ শুরুর আগেই জানা ছিল লড়াই সহজ হবে না। লিগ পর্বে এপিএফ ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচেই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা মেপে নিয়েছিলেন কোচ অ্যান্ড্রুজ। ফাইনালে তারই প্রতিফলন দেখা গেল।

২১ মিনিটে ডেডলক ভাঙেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। গোল্ডেন বুটের দৌড়ে থাকা ফাজিলার এই গোলেই আত্মবিশ্বাস পায় লাল-হলুদ শিবির। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান শিল্কি দেবী। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই কার্যত ম্যাচ শেষ করে দেন ফাজিলা। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই দূরপাল্লার শটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৩-০। এরপরও একাধিক সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। যদিও আর গোল না বাড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি লাল-হলুদের হাতেই। নেপালের আক্রমণ বারবার ভেঙে দিয়েছে দুর্ভেদ্য রক্ষণ।

এই জয়ের সঙ্গে একাধিক কীর্তি যুক্ত হল ইস্টবেঙ্গলের নামের পাশে। ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের নজির গড়ল লাল-হলুদ। পুরো প্রতিযোগিতায় একটিও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে রক্ষণভাগের বড় সাফল্য। আর ৯ গোল করে গোল্ডেন বুট জিতে নিলেন ফাজিলা ইকওয়াপুট।

গ্রুপ পর্ব থেকেই দাপট দেখিয়েছিল ইস্টবেঙ্গল। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০, পাকিস্তানের করাচি সিটিকে ২-০ এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। একমাত্র লিগ পর্বে এপিএফ ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র, সেই ম্যাচের শিক্ষা নিয়েই ফাইনালে বাজিমাত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন