এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মহিলা ক্লাব ফুটবল টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal ) দল। এএফসির গ্ৰুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করে ছিটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি। পরবর্তীতে সাফ চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মশাল কন্যারা। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসি হোক কিংবা করাচি সিটি। খুব সহজেই একের পর এক দলকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাব। শেষ ম্যাচে প্রতিবেশী দেশ নেপালের এপিএফ ক্লাবকে পরাজিত করে আন্তজার্তিক মঞ্চে আসে সাফল্য।
এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছেই। এই নিয়ে মোট পঞ্চমবার আন্তর্জাতিক খেতাব জয় করেছে ময়দানের এই ফুটবল ক্লাব। যেখানে মহিলা দলের এই প্রথম সর্ববৃহৎ সাফল্য। ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেই শেষ হয়নি লড়াই। কিছু দিনের ব্যবধানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইডাব্লুএলের অভিযান শুরু করে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। ইতিমধ্যেই শেষ হয়েছে টুর্নামেন্টের প্রথম লেগ। যেখানে সবকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে গতবারের খেতাব জয়ীরা। সেতু এফসি থেকে শুরু করে গাড়ওয়াল হোক কিংবা সেসা, কিকস্টার্ট গোকুলাম। একের পর এক ম্যাচে অতি সহজেই জয় ছিনিয়ে নিয়েছে দল।
এখানেও দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন উগান্ডার তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। তাঁর দৌলতে জয় ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি ইস্টবেঙ্গলের। এই ছন্দ বজায় রেখেই দ্বিতীয় লেগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে সকলের। তবে এসবের মাঝেই এবার দলের তিন মহিলা ফুটবলারকে সরকারিভাবে বিদায় জানিয়ে দিল মশাল ব্রিগেড। যাদের মধ্যে রয়েছেন ভারতীয় তারকা জ্যোতি চৌহান সহ আমিনা নববী এবং মাউরিন টোভিয়া ওকপালা। উল্লেখ্য, এবারের এই ইন্ডিয়ান ওমেন্স লিগের শুরুতে ও ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা গিয়েছিল জ্যোতিকে। তবে পরবর্তীতে তিনি যোগদান করেন দক্ষিণের ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিতে।
ইতিমধ্যেই নিজের প্রাক্তন দলের হয়ে খেলে ফেলেছিলেন একটি ম্যাচ। এবার আজ তাঁদের রিলিজ করার বিষয়টি স্পষ্ট করে দিল ম্যানেজমেন্ট। যেখানে এই তিন মহিলা ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়, ‘ইস্টবেঙ্গল এফসি ক্লাবের প্রতি তাঁদের অবদানের জন্য জ্যোতি চৌহান, আমিনাহ নাবিবি এবং মরিন টোভিয়া ওকপালাকে ধন্যবাদ জানাতে চায়। আমরা তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’
