কিচি এফসির বিপক্ষে নামার আগে বাড়তি অ্যাডভান্টেজ পেল মশাল কন্যারা

গত সিজনে অনবদ্য পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের হাত ধরে কন্যাশ্রী কাপের পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করেছে কলকাতা…

East Bengal Women’s Team Set for AFC Women’s Champions League 2025-26 with Star-Studded Squad

গত সিজনে অনবদ্য পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের হাত ধরে কন্যাশ্রী কাপের পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে বাংলার প্রথম দল হিসেবে এই অনন্য রেকর্ড সৃষ্টি করেছে মশাল কন্যারা। সেই সুবাদে এবার এএফসির চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল দল। এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। দলের সঙ্গে যুক্ত করা হয় একের পর এক দাপুটে ফুটবলারদের।

তারপর গত সোমবার বিকেলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কম্বোডিয়ার চ্যাম্পিয়ন দল পেন ক্রাউন এফসি। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মশাল ব্রিগেড। যারফলে পুরুষ দলের পাশাপাশি বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেছে মহিলা দল। এক কথায় যা ইতিহাস। কিন্তু সেখানেই শেষ নয়। আগামী দিনে আরও কঠিন হতে চলেছে লড়াই। সেটা ভাল মতই জানেন ইস্টবেঙ্গল কোচ। সেইমত প্রস্তুত করছেন গোটা দলকে। নির্ধারিত ম্যাচ সূচি অনুযায়ী আগামী ৩১শে আগস্ট পরবর্তী ম্যাচ খেলতে নামবে দল।

   

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকংয়ের কিচি এফসি। সেদিকেই এখন নজর থাকবে সকলের। কিন্তু তার আগে প্রথম ম্যাচ জয়ের পর যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছেন দলের ফুটবলাররা। তবে প্রিলিমিনারী রাউন্ডের দ্বিতীয় ম্যাচে নামার আগে বাড়তি অ্যাডভান্টেজ পেল ইস্টবেঙ্গল ফুটবল দল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কম্বোডিয়ার নম ক্রাউন এফসি খেলতে নেমেছিল হংকংয়ের শক্তিশালী ফুটবল দল কিচি এফসি। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে সেই ফুটবল ম্যাচ। যারফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে উভয় দলকে।

Advertisements

অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনেই কম্বোডিয়ার শক্তিশালী দলকে পরাজিত করে তিন পয়েন্ট সুনিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। যারফলে আগামী কয়েকদিন পর হংকংয়ের দলের বিপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করতে পারলেই এএফসি ওমেন্স লিগের মূল পর্বের ছাড়পত্র পেয়ে যাবে মশাল কন্যারা। তবে লড়াইটা সহজ হবে না রেস্টি নানজিরিদের কাছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News