অনবদ্য লড়াই, সেতুর বিপক্ষে ৫-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল

east-bengal-women-5-0-win-indian-womens-league

নির্ধারিত সূচি অনুসারে এদিন ইন্ডিয়ান ওমেন্স লিগের পরবর্তী ম্যাচে (Indian Women’s League)নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নীতা ফুটবল অ্যাকাডেমি। সম্পূর্ণ সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

দলের হয়ে এদিন গোল পেয়েছেন যথাক্রমে সুলঞ্জনা রাউল, সৌম্যা গুগুলথ, রেস্টি নানজিরি, ফাজিলা ইয়কপুত এবং নাওরেম প্রীয়াঙ্কা দেবী। এই জয়ের ফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসলো ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

   

দ্বিতীয় স্থানে থাকল সেতু এফসি। বলাবাহুল্য, এদিন ম‌্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। স্বাভাবিকভাবেই ভুলের মুখ খুলতে খুব একটা সমস্যা পোহাতে হয়নি। ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল।

তারপর প্রতিপক্ষ দল রক্ষণভাগ মজবুত রাখতে সক্ষম হলেও তা স্থায়ী ছিল না। ৪২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান সৌম্যা গুগুলথ‌। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়েছিল ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ আরও বাড়াতে থাকে মশাল কন্যারা।

৫০ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করে যান রেস্টি নানজিরি। তারপর থেকেই ম্যাচের রাশ চলে গিয়েছিল ইস্টবেঙ্গলের হাতে। ১৩ মিনিটের ব্যবধানে ফের আসে গোল। এবার বল জালে জড়িয়ে যান উগান্ডার তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। কিন্তু সেখানেই শেষ হয়নি। ৮৯ মিনিটের মাথায় নীতার কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান প্রীয়াঙ্কা দেবী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন