কিকস্টার্টকে গোলের মালা মহিলা মশাল ব্রিগেডের

east-bengal-women-5-0-kickstart-iwl-victory

জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দলের। গত ম্যাচে নীতা ফুটবল অ্যাকাডেমির পর আজ বড় ব্যবধানে তাঁরা পরাজিত করল কিকস্টার্ট ফুটবল ক্লাবকে। সম্পূর্ণ সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে মশাল ব্রিগেড। দলের হয়ে এদিন জোড়া গোল করেন ফাজিলা ইয়কপুত। এছাড়াও একটি করে গোল পেয়েছেন রেস্টি নানজিরি, সুলঞ্জনা রাউল এবং অস্তাম ওরাওঁ। এই জয়ের সুবাদে ইন্ডিয়ান ওমেন্স লিগ (IWL) নিজেদের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বাকিদের তুলনায় প্রায় পাঁচ পয়েন্টের তফাৎ করে নিল মশাল কন্যারা।

রাজধানীতে গুরুত্বপূর্ণ বৈঠক, আজই দিনক্ষণ ঘোষণা হতে পারে আইএসএলের!

   

সাফ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত সাফল্য পাওয়ার পর এই সর্বভারতীয় টুর্নামেন্টের প্রথম থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ওমেন্স দল। টানা চারটি ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার পর এদিন দুপুরে কল্যাণী স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান। অন্যান্য দিনের তুলনায় এদিন ও প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের। যারফলে প্রথম কোয়ার্টারের শেষেই চলে এসেছিল গোল। দলকে এগিয়ে দিয়েছিলেন ফাজিলা ইয়কপুত। পরবর্তীতে সেই ধাক্কা কাটিয়ে যথেষ্ট সাবধানী ফুটবল খেলতে দেখা গিয়েছিল কিকস্টার্ট দলকে।

আইপিএল থেকে ছাঁটাই মুস্তাফিজুর, ৯.২০ কোটি টাকার ভবিষ্যৎ কী?

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় দ্বিতীয় গোল হজম করে কর্নাটকের এই ফুটবল দল। এবার দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান রেস্টি নানজিরি।‌ প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয়ার্ধের চতুর্থ কোয়ার্টারের শেষে গোল করে যান সুলঞ্জনা রাউল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলের হয়ে চতুর্থ গোল করে যান অস্তাম। বলতে গেলে সময় যত এগোয় ততই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে কিকস্টার্টের রক্ষণভাগ।

BCCI সঙ্গে আলোচনা নয়, বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঝুলছে শাহ পুত্রের হাতে!

শেষে ৭৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান ফাজিলা। যারফলে গত ম্যাচে নীতা ফুটবল অ্যাকাডেমির পর কিকস্টার্ট দলকে ও পাঁচ গোলে দুরমুশ করে দিল ইস্টবেঙ্গল দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন