চেন্নাইয়িন ম্যাচ জিতেও ব্যাকফুটে লাল-হলুদ, কেন?

ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্ৰহণের…

Oscar Bruzon on East Bengal FC Footballer Anwar Ali & Cleiton Silva

ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্ৰহণের পর থেকেই বদলাতে শুরু করে দলের পরিস্থিতি। তাঁর তত্ত্বাবধানেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে অনবদ্য পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। সেই সুবাদেই এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। তবে শুধুমাত্র এএফসি নয়। সময়ের সাথে সাথে ইন্ডিয়ান সুপার লিগে ও ছন্দে ফিরতে শুরু করে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

   

Also Read | কথা রাখলেন অস্কার, জয়ের ধারা অব্যাহত মশালবাহিনীর 

গত ডার্বিতে তাঁরা আটকে দেয় শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে সাউল ক্রেসপোরা। শনিবার সেই জয়ের ধারা অব্যাহত রাখাই অন্যতম চ্যালেঞ্জ ছিল লাল-হলুদের কাছে‌। সেইমতো আজ বিকেলে ইন্দোর স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে দুই গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। এদিন গোল করে যান দলের তরুণ ফুটবলার পিভি বিষ্ণু।

Also Read | সাব-জুনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়ন ঝাড়খণ্ড 

পরবর্তীতে ব্যবধান বাড়ান ভারতীয় মিডফিল্ডার জিকসন সিং। অ্যাওয়ে ম্যাচে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানি থেকে এগারো নম্বরে উঠে আসে মশাল ব্রিগেড। হাতে কয়েকটা দিন। তারপরেই নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হবে অস্কার ব্রুজনের ছেলেরা। গত দুইটি ম্যাচের মতো এই ম্যাচে ও জয় পেতে চাইবেন সৌভিক চক্রবর্তীরা। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না। চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় আসলেও দলের চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে অস্কার ব্রুজনকে।

Also Read | নর্থইস্টের আলাউদ্দিনকে নিয়ে কোন পরিকল্পনা নয়, তাহলে? ব্যাখ্যা মোলিনার 

উল্লেখ্য, এই চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে। যারফলে তড়িঘড়ি তাঁকে তুলে নেন স্প্যানিশ কোচ। পরিবর্তে মাঠে নামেন জিকসন সিং। তবে সেখানেই শেষ নয়। ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে বচসায় জড়ানোর ফলে ক্রেসপোকে হলুদ কার্ডে দেখান ম্যাচ রেফারি। যারফলে আসন্ন ওডিশা ম্যাচে তাঁকে মাঠে পাবেন না অস্কার ব্রুজন‌‌‌। সাউলের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। এছাড়াও এখনও পুরোপুরি ফিট হননি দলের তারকা ডিফেন্ডার হেক্টর ইউস্তে। যারফলে দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে মশাল বাহিনীর।