জুন মাসের শেষেই শুরু হচ্ছে কলকাতা লিগ (Calcutta Football League)৷ বুধবার এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর তরফে।তবে তারিখ এখনও জানা যায়নি।
Advertisements
বুধবার এবিষয়ে অফিসে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) কর্তারা ক্লাব গুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক সেরেছেন।তাদের তরফে নেওয়া সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে।এরপর তৈরি হবে প্রতিযোগীতার সূচী।
Advertisements
গতবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি কলকাতার দুই প্রধান, তবে এবছর খেলবে ইস্টবেঙ্গল।বৈঠকে উপস্থিত থাকা ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের তরফে এই খবর জানানো হয়েছে।তবে মোহনবাগানের খেলা এখনও অনিশ্চিত।সবুজ মেরুন শিবিরের তরফে জানানো হয়েছে আইএফএ’র কাছে টাকা বকেয়া আছে তাদের, সেই টাকা না মেটানো অবধি তারা কোনও রকম সিদ্ধান্তে আসতে পারছে না।


