সুপার কাপে কলকাতা ডার্বি! গ্ৰুপে ইস্ট-মোহনের সঙ্গে কোন দল?

East Bengal will face off Mohun Bagan SG in Super Cup 2025 as Kolkata Derby

২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সুপার কাপ ২০২৫ (Super Cup 2025)। সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) বৃহস্পতিবার গ্রুপ ড্র মাধ্যমে দলবিন্যাস ঘোষণা করেছে। সুপার কাপের প্রথম দিনেই মাঠে নামতে চলেছে গতবারের আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তবে সবচেয়ে বড় চমক, (Bengalli Sports News)গ্রুপ পর্বেই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Kolkata Football News)। অর্থাৎ গ্ৰুপের ম্যাচেই দেখা যাবে কলকাতা ডার্বি (Kolkata Derby)।

Advertisements

এবার মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ A, B, C ও D। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ এ’তে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। পাশাপাশি রয়েছে চেন্নাইয়িন এফসি এবং রিয়াল কাশ্মীর এফসি। ফলে গ্রুপ পর্বেই হবে হাইভোল্টেজ লড়াই। সূত্র অনুযায়ী, ৩১ অক্টোবর হতে পারে এই মরশুমের প্রথম ডার্বি।

গ্রুপ বি’তে আছে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড ও আই-লিগ জয়ী ইন্টার কাশী। গ্রুপ সি’তে লড়বে বেঙ্গালুরু এফসি, মহামেডান স্পোর্টিং, পঞ্জাব এফসি ও গোকুলাম কেরল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড।

আইএসএল ও আই-লিগ মিলিয়ে মোট ১৬টি দল খেলবে এই প্রতিযোগিতায়। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা একটি দল যাবে সেমিফাইনালে। শুধু ডার্বির আবেগ নয়, বরং এই টুর্নামেন্টে দেশসেরা ক্লাবগুলোর সম্মুখসমর দেখতে চলেছে ফুটবলপ্রেমীরা। গোয়াতে শুরু হওয়া এই কাপ প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

Advertisements

East Bengal will face off Mohun Bagan SG in Super Cup 2025 as Kolkata Derby