মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচ জিতে চূড়ান্ত আত্মবিশ্বাস ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন। মাত্র এক দিনের প্রস্তুতিতে মঙ্গলবার বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিংয়ের (BSS) মুখোমুখি হতে চলেছে বিনো জর্জের (Bino George) ছেলেরা। ডার্বি জয়ের পর এই ম্যাচ ঘরোয়া লিগে ধারাবাহিকতা ধরে রাখার পরীক্ষাও বটে।
ডার্বি জয়ের পর সুপার সিক্সে জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে। বর্তমানে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তারা। বিএসএস ম্যাচে জয় পেলে লাল-হলুদ ব্রিগেড উঠে আসবে তিন নম্বরে। ইতিমধ্যেই পাঁচ ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করেছে তারা, অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় এক ধাপ নিচেই রয়েছে বেহালার ক্লাব বিএসএস।
তবে ম্যাচের আগে চোট-আঘাত এবং নিষেধাজ্ঞা ভোগাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরকে। ডার্বি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার জেসিন টিকে। ফলে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে কোচ বিনোকে। পাশাপাশি লাল কার্ডের কারণে এই ম্যাচে নেই সিকে অমনও। স্ট্রাইকার মনোতোষ মাজিরও খেলা অনিশ্চিত।
দলের রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রায়নার পরিবর্তে দেখা যেতে পারে চাকুকে, আর গোলরক্ষক হিসেবে গৌরব সাউয়ের উপরই ভরসা রাখছেন কোচ। জেসিনের জায়গায় শুরু থেকেই খেলতে পারেন আশিক, অমনের অনুপস্থিতিতে মাঝমাঠে ঢুকতে পারেন রোশাল। ডার্বি ম্যাচে ঝলক দেখানো সায়ন ব্যানার্জীর চোট রয়েছে, তবে সোমবার তিনি দলের সঙ্গে অনুশীলন করায় ম্যাচের দিন শেষ মুহূর্তে তাঁর খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবার রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনে ছিলেন ডেভিড, রামসাঙ্গা ও মার্ক জোথাংপুইয়া। ফলে এই তিনজনেরও মূল দলে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও সিনিয়র দলের ছ’জন ফুটবলার ডার্বিতে দলে ছিলেন, এই ম্যাচে সে সংখ্যা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জের কথায়, ‘‘ডার্বি ম্যাচ জেতার পর আবার দু’দিনের মধ্যেই নতুন ম্যাচ খেলতে হচ্ছে। আগের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল, তাই এখন সেই ম্যাচ খেলতেই হচ্ছে। কোনও অজুহাত দিচ্ছি না, সমস্যা রয়েছে, কিন্তু আমরা জয়ের জন্যই নামব।’’
অন্যদিকে বিএসএস কোচ শ্রীমন্ত দাসও এই ম্যাচকে ঘিরে যথেষ্ট আশাবাদী। যদিও তাঁর দলকেও কার্ড সমস্যার কারণে নামতে হবে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ডেভিড ও সাইকিয়াকে ছাড়াই। তবু তরুণ ফুটবলারদের নিয়ে দল আত্মবিশ্বাসী বলেই দাবি শ্রীমন্তর। তাঁর মতে, ‘‘ইস্টবেঙ্গল ভালো দল। তার উপর তারা ডার্বি জিতে নামবে। তবে আত্মতুষ্টি ওদের বিপদে ফেলতে পারে। সেই সুযোগটাই নিতে চাই আমরা।’’
ইতিমধ্যে কলকাতা লিগের অন্য ম্যাচগুলোয় দেখা গিয়েছে, ডার্বি জয়ের পরের ম্যাচেই অনেক সময় পয়েন্ট খোয়ায় বড় দলগুলো। তাই এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তোলা এবং সুপার সিক্সে জায়গা পাকা করার লক্ষ্যেই বারাকপুরে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচ শুরু দুপুর ৩টে থেকে। দর্শকরা খেলা দেখতে পারবেন এসএসইএন অ্যাপের মাধ্যমে।
East Bengal will face off against BSS after Kolkata Derby Win in CFL 2025