এবার শহরে আসছেন অস্কার ও কেভিন, কখন জেনে নিন

East Bengal Welcomes Oscar Bruzon and Kevin Sibille
East Bengal Welcomes Oscar Bruzon and Kevin Sibille

এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে ক্লাব গুলি। যার মধ্যে খুব একটা পিছিয়ে নেই কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা ছিল ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে বিগত কয়েক মাস ধরেই দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল তারকার নাম। যাদের মধ্যে ছিলেন মহম্মদ রশিদ থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলের মতো ফুটবলাররা। গত সিজনে তাঁদের সকলের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সমর্থকদের।

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে চূড়ান্ত হয়ে গিয়েছেন এই প্রত্যেক ফুটবলার। কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইটে কেবিন সিবিল থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা এবং মহম্মদ রাশিদের যোগদানের কথা জানানো হয়েছে। সেই অনুসারে এই নয়া মরসুমে ৭৪ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে মহম্মদ রাশিদকে। একইভাবে ৮ এবং ৬ নম্বর জার্সি পড়তে দেখা যাবে বাকি দুই ফুটবলারকে। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল লাল-হলুদ জনতাকে। এবার সকল নতুন ফুটবলারদের দলের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায় সকলে। ইতিমধ্যেই রাশিদ শহরে এসে গেলেও এসে পৌঁছাননি বাকিরা।

   

স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে জানার আগ্রহ ছিল যে কবে কলকাতায় পা রাখবেন দলের বাকি বিদেশি সহ হেড কোচ অস্কার ব্রুজন। সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত অর্থাৎ প্রায় ২টো বেজে ৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছেন স্প্যানিশ কোচ। এই মরসুমে তাঁর উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। কিন্তু তিনি একা নন। একই সাথে শহরে আসতে চলেছেন দলের নবাগত ডিফেন্ডার কেভিন সিবিল। এই আর্জেন্টাইন ফুটবলারের উপরেই এবার রক্ষণভাগের গুরু দায়িত্ব। শেষ মরসুমের মতো এবার ভারতের মাটিতে নিজেকে মিলে ধরার চ্যালেঞ্জ এই ফুটবলারের কাছে।

পূর্ব উল্লেখিত সময়ের মধ্যে কাতার এয়ার ওয়েজের মধ্য দিয়ে আসতে চলেছেন দুজনে। গতকালের মত আজও তাঁদের স্বাগত জানানোর অপেক্ষায় পথ চেয়ে থাকবে আপামোর ইস্টবেঙ্গল জনতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন