East Bengal: ভোর রাতে শহরে এলেন লাল-হলুদের আরেক বিদেশি

বহু কাঙ্খিত ডার্বি জয় এসেছে লাল-হলুদের (East Bengal)। সেই জয়ের ঘোর এখনো কাটেনি দলের সমর্থকদের। এর মাঝেই ডার্বি জয়ের রাতে শহরে এসে পৌঁছলেন লাল-হলুদের নয়া বিদেশি স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্তোনিও পার্দো লুকাস (Jose Antonio Pardo)

José Antonio Pardo

বহু কাঙ্খিত ডার্বি জয় এসেছে লাল-হলুদের (East Bengal)। সেই জয়ের ঘোর এখনো কাটেনি দলের সমর্থকদের। এর মাঝেই ডার্বি জয়ের রাতে শহরে এসে পৌঁছলেন লাল-হলুদের নয়া বিদেশি স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্তোনিও পার্দো লুকাস (Jose Antonio Pardo)।

রাত তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন এই দাপুটে ডিফেন্ডার। নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এবার সোজা ভারতে উড়ে এলেন পার্দো। বিমানবন্দর ছেড়ে বেরিয়ে আসার পর রীতি মেনেই লাল-হলুদ উত্তরীয়র পাশাপাশি ফুলের তোড়া দিয়ে তাকে বরন করে নেন লাল-হলুদ সমর্থকরা। এমনকি তার এক সন্তানকে কোলে নিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে যেতেও দেখা যায় এক মহিলা সমর্থককে।

একেই ডার্বি জয়। তার উপরে দলের আরেক সদস্যের আবির্ভাবে যেন বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। পরবর্তীতে সাংবাদিকদের তরফ থেকে লাল-হলুদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী একটি ক্লাব। যাদের বহু ইতিহাস ও গৌরবময় অধ্যায় রয়েছে। দেশের এমন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। বর্তমানে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। শেষে “জয় ইস্টবেঙ্গল” বলে গাড়িতে উঠলেন এই স্প্যানিশ তারকা।

Advertisements

উল্লেখ্য, নয়া মরশুমে দলের রক্ষনভাগে জমাটবাঁধাতে মন্দাররাও দেশাই থেকে শুরু করে নিশু কুমারের মতো দেশিয় ফুটবলারদের পাশাপাশি জর্ডন এলসে ও পার্দো লুকাসের মতো তারকাদের সই করিয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছিলেন অজি তারকা জর্ডন এলসে। তাই ডার্বি ম্যাচে তাকে রেখেই লড়াই করেন লাল-হলুদ কোচ। নিজের নামের প্রতি সুবিচার করতে ও সক্ষম থেকেছেন জর্ডন। তবে লুকাসের আসার অপেক্ষায় ছিলেন সকলেই। তিনি আসতেই যেন নতুন করে উন্মাদনা দেখা দিল সমর্থকদের মধ্যে।