১ ফেব্রুয়ারী নিজেদের নয়া ফরোয়ার্ডের নাম ঘোষণা ময়দানের প্রধান। এক্ষেত্রে চূড়ান্ত করা হয় ফেলিসিও ব্রাউন ফোবর্সকে। আইএসএলের এই বাকি মরশুমের জন্য এই কোস্টারিকান ফরোয়ার্ডের উপরেই ভরসা রেখেছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। সেজন্য,এবার থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ৩২ বছরের এই দাপুটে ফুটবলারকে।
একটা সময় এফএসভি ফ্র্যাঙ্কফুট থেকে শুরু করে রাকো ও হানজি সহ হাইনিউর মতো একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গল। এবার কলকাতার এই প্রধানের আদৌ কতটা সফল থাকেন এই তারকা সেদিকেই তাকিয়ে দলের কোচ কার্লোস কুয়াদ্রাত।
তবে আদৌও তিনি কবে শহরে আসবেন তা নিয়ে প্রথমদিকে কোনো কিছু সামনে না আসলেও গতকাল নিজের সোশ্যাল সাইট থেকে ভারতে আসার কথা জানান ফোবর্স। সেইসাথে তার বিমানে বসে থাকার একটি ছবিও আপলোড করা হয়। যা দেখে সহজেই ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। যতদূর খবর, ছিল দুপুরের মধ্যেই গুয়াহাটি পৌঁছে যাবেন এই কোস্টারিকান তারকা। ঠিক তাই হয়েছে এবার। গুয়াহাটিতে টিম হোটেলে এসে পৌঁছেছেন এই দাপুটে তারকা। কিছু সময় আগেই তার কিছু ছবি সামনে আসে নেটমাধ্যমে।
ফোবর্সের উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হবে তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখেনা। উল্লেখ্য, গতবারের পর এবারেও বেশ সাবলীল রয়েছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা।তার সাথে ফোবর্স যুক্ত হলে প্রতিপক্ষের রক্ষনে যে বড়সড় ঝড় উঠবে তা এক প্রকার নিশ্চিত সকলে।