ফেলিক্স ডি’সুজাকে স্বাগত জানাল ইস্টবেঙ্গল, কী বললেন?

নতুন বছরের পঞ্চম দিন থেকে পুনরায় অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) দল। পুরনো সমস্ত ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই অনুযায়ী আগামী মাসের…

east-bengal-goalkeeper-coach-update-felix-de-souza-isl

নতুন বছরের পঞ্চম দিন থেকে পুনরায় অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) দল। পুরনো সমস্ত ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই অনুযায়ী আগামী মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়ে যাবে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ। তবে এবার বদল এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। যারফলে কমতে চলেছে ম্যাচ সংখ্যা। কাজেই লড়াই এবার আগের থেকে অনেকটাই কঠিন। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই দলকে তৈরি করতে চাইছেন অস্কার। তবে ইতিমধ্যেই দলের দুই তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে ময়দানের এই প্রধান।

Advertisements

জাপানি তারকা হিরোশি ইবুসুকি এবং মরোক্কান তারকা হামিদ আহদাদের বিকল্প হিসেবে আদৌও কাদের দলে টানতে চলেছে ইস্টবেঙ্গল সেটা এখনও স্পষ্ট না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি। পাশাপাশি নয়া গোলকিপার কোচ নিয়োগের বিষয়টি উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। বলাবাহুল্য, গত সুপার কাপের সময় দায়িত্ব ছেড়েছিলেন সন্দীপ নন্দী। তারপর সাময়িকভাবে অস্কার ব্রুজোর সহকারী দলের দায়িত্ব পালন করলেও আইএসএলের আগে নতুন কোচ যে আসবেন সেটা জানা ছিল সকলের।

   

সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল প্রাক্তন ফুটবলার ফেলিক্স ডি সুজার নাম। উল্লেখ্য, নিজের ফুটবল ক্যারিয়ারে গোয়ার অন্যতম শক্তিশালী তিন ফুটবল ক্লাব তথা সালগাওকার, চার্চিল ব্রাদার্স এবং স্পোর্টিং ক্লুব দ্যা গোয়ার হয়ে খেলেছিলেন তিনি। শোনা যাচ্ছিল যে তাঁর উপরেই ভরসা রাখবে লাল-হলুদ। সেটাই হয়েছে এবার। অবশেষে আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছে মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা।

দলের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে যথেষ্ট খুশি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

Advertisements