বিশ্বকাপ জয়ী বিতর্কিত ফুটবলারকে কোচ করার পথে East Bengal

East Bengal wants Marco Materazzi to coach

ক্লাবের ফুটবল ভবিষ্যৎ বর্তমানে বিশবাঁও জলে৷ এখনও পর্যন্ত চুক্তি জঁট কাটেনি৷ এরমাঝে একের পর এক চমকপ্রদ ফুটবলার থেকে কোচের নাম মাঝে মধ্যে জড়িয়ে পড়ছে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে।

Advertisements

এবার ইতালির বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার মার্কো মাতেরাজ্জির (Marco Materazzi) নাম উঠে এলো ইস্টবেঙ্গলের কোচ হিসেবে। একটা সময় বিশ্বের তাবড় তাবড় ক্লাবে সেন্টার ব‍্যাক হিসেবে খেলেছিলেন মাতেরাজ্জি। তালিকায় আছে ইন্টার মিলান এবং এভার্টনের মতো বিশ্ব খ‍্যাত ক্লাবের নাম।

Advertisements

মাতেরাজ্জি কিন্তু ভারতীয় ফুটবলে চেনামুখ। এর আগে কাজ করে গেছেন তিনি চেন্নাইয়িন এফসি কোচ কাম ফুটবলারের ভূমিকায়। ২০১৪ থেকে ২০১৬ সাল অবধি ভারতের ফুটবলের সাথে জড়িয়ে ছিলেন তিনি। ম‍্যানেজার হিসেবে চেন্নাইয়িন’কে। ২০১৫ সালের আইএসএল জিতিয়েছেন, এমন হাইপ্রোফাইল ফুটবলার’কে কোচ হিসেবে আনতে পারবে কি ইস্টবেঙ্গল ? সে কথা সময় বলবে,আপাতত আগে চুক্তিজঁট মেটার দিকে পাখির চোখ করে তাকিয়ে আছে আপামর লাল হলুদ ফ‍্যানেরা।