বদলে গেল ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচের সময়, অ্যাডভান্টেজ বাগানের

একটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। গত বছর এই কলিঙ্গের বুকেই শক্তিশালী ওডিশা এফসি‌কে হারিয়ে সর্বভারতীয় স্তরের…

East Bengal vs Kerala Blasters

একটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। গত বছর এই কলিঙ্গের বুকেই শক্তিশালী ওডিশা এফসি‌কে হারিয়ে সর্বভারতীয় স্তরের কোনও ট্রফি জয় লাভ করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। এবারও সেই ধারা বজায় রাখার লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। সেই মর্মে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে ফুটবলার। আগামী ২০ শে এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডেভিড কাতলার কেরালা ব্লাস্টার্স। এখন এই ম্যাচে জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য সকলের।

Advertisements

তবে এবার বদলে গিয়েছে ম্যাচের সময়। হ্যাঁ ঠিকই শুনেছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেল ৪টে বেজে তিরিশ মিনিটের মাথায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু সেটা বদলে গেল অন্য সময়ে‌। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাত ৮টা নাগাদ আয়োজিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। যেদিকে নজর রয়েছে আপামর লাল-হলুদ জনতার‌। আগের সূচি অনুযায়ী একইদিনে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মাঠে নামার কথা থাকলেও বদলেছে পরিস্থিতি। ইস্টবেঙ্গল দল সেদিন ম্যাচ খেলতে মাঠে নামলেও হচ্ছে না মোহনবাগান ম্যাচ।

   

আসলে সেদিন মোহনবাগানের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের। কিন্তু বিবিধ কারণ দেখিয়ে গত কয়েকদিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে গোয়ার এই ফুটবল ক্লাব। যারফলে নক আউটের ম্যাচ থেকে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে মোহনবাগান। শুক্রবার সকালে একটি বিবৃতি জারি করে ঠিক এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। সেক্ষেত্রে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে মোহনবাগান। আগামী ২০শে এপ্রিল ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের জয়ী দলের সঙ্গে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা।

Advertisements

যদিও এক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গলকেই প্রতিপক্ষ হিসেবে চাইবে মোহনবাগান। সেক্ষেত্রে ডার্বি ম্যাচের মধ্য দিয়ে বাড়তি উন্মাদনার সৃষ্টি হবে সুপার কাপে। সেইসাথে ডার্বি জয় নিঃসন্দেহে অনেকটাই মাইলেজ বাড়িয়ে দিতে পারে যেকোনও দলের ফুটবলারদের।