
এএফসি ওমেন্স লিগ এখন অতীত। বর্তমানে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা ফুটবল দলের। সেইমতো গত কয়েকদিন আগেই ভুটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট এফসির বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময় শেষে চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল মশাল কন্যারা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জুগিয়েছিল সকলের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল করাচি সিটি।
অর্থাৎ অঘোষিত ভারত-পাক ম্যাচের সাক্ষী থেকেছিল সকলে। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মশাল কন্যারা। একটি করে গোল করে যান যথাক্রমে সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরিরা। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই আগামী দিনে এগোনোর পরিকল্পনা রয়েছে সাথী দেবনাথদের। পাশাপাশি মহিলা ফুটবলারদের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ও যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা গিয়েছিল তাঁকে। এই জয় দেশের সকলকে মানুষকে উৎসর্গ করেন অ্যান্থনি।
অপরদিকে, ভারতের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়ে করাচি দলের কোচ বলেন, ‘ আমরা ভেবেছিলাম এই দলের বিরুদ্ধে হয়ত খুব কঠিন হবে ম্যাচটা। কিন্তু ওদের সেরকম কঠিন প্রতিপক্ষ মনে হয়নি। তাছাড়া পাকিস্তানে সেভাবে কোনও প্রতিযোগিতাও হয় না। ২০২৪ সালের পর, আমরা কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলিনি। তবে আমায় যদি কুড়ি দিনের সময় দেওয়া হয়, আমি এই দলকে নিয়ে ইস্টবেঙ্গলকে আটকানোর চেষ্টা করতে পারি।’
তবে এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। ঘনঘন আক্রমণে কার্যত চাপের মুখে পড়ে গিয়েছিল করাচির দলটি। যারফলে, জয় ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি ময়দানের এই প্রধানের।










