ইস্টবেঙ্গল (East Bengal vs Jamshedpur FC) ম্যাচের আগে বিতর্ক। টিকিটে ক্লাবের ভুল লোগো ছাপানোর অভিযোগ। টিকিটে প্রিয় ক্লাবের ভুল লোগো ক্ষুব্ধ করেছে লাল হলুদ সমর্থকদের একাংশকে।
আগামীকাল রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ (Indian Super League)। জামশেদপুর এফসির ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলবে ক্লাব। তার আগে চলছে টিকিট বিক্রি করার প্রক্রিয়া। টিকিট হাতে পাওয়ার পর ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের অনেকেই বিস্মিত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া টিকিটের ছবি থেকে দেখা যাচ্ছে, হোম টিম জামশেদপুর এফসির লোগো রঙিন রাখা হয়েছে। কিন্তু অ্যাওয়ে টিম ইস্টবেঙ্গল ক্লাবের ছবি রয়েছে সাদা কালোতে। মানে রঙহীন লোগো। এই রঙহীন লোগোতে আবার ভুল রয়েছে। টিকিটে ছাপানো ইস্টবেঙ্গলের লোগোর ওপরের অংশে লেখা রয়েছে ” Esst Bengal Club “, লোগোর নীচের অংশে লেখা ” Kolkata “। এখন ইন্ডিয়ান সুপার লীগে ক্লাব এই লোগো ব্যবহার করছে না। ক্লাবের বর্তমান ব্যবহৃত লোগোর ওপরের অংশে লেখা রয়েছে শুধু ” East Bengal “, নীচের অংশে লেখা ” FC”। যদিও ভারতীয় ক্লাব ফুটবলে টিকিটে লোগো সমস্যার অভিযোগ এই প্রথম নয়।
Unprofessional work by @JamshedpurFC by printing the wrong logo (that too in monochrome) in the match tickets.
We already saw last year how they allow home fans in away stands causing disturbances. I urge the @eastbengal_fc management to ensure away stand is protected.#JFCEBFC pic.twitter.com/Bfi7KhUHyu
— East Bengal History🔴🟡 (@ebfchistory) February 21, 2024
গত বছর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের সময় সমস্যায় পড়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। যে কোনো খেলায় হোম ও অ্যাওয়ে ফ্যানদের জন্য আলাদা বসার জায়গা বরাদ্দ করা হয়। কিন্তু গত মরসুমের ম্যাচে অ্যাওয়ে সমর্থকদের অংশে আয়োজক দলের সমর্থকরা ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। যার ফলে কিছুটা গরম হয়ে উঠেছিল গ্যালারির আবহাওয়া। এবার জামশেদপুরে খেলা দেখতে গিয়ে কোনো সমস্যা হবে না, এটাই ইস্টবেঙ্গল সমর্থকদের কামনা।
🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄🚨
Here is the designated away stand and entry gate for our traveling fans for #JFCEBFC.
See you on Thursday!👋#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball #AmagoFans pic.twitter.com/HA5jgyKWRG
— East Bengal FC (@eastbengal_fc) February 20, 2024