Tuesday, October 14, 2025
HomeSports NewsEast Bengal: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই কৌশল অবলম্বন করতে পারে এয়ার ফোর্স

East Bengal: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই কৌশল অবলম্বন করতে পারে এয়ার ফোর্স

Advertisements

ডুরান্ড কাপ ২০২৪ (Durand Cup 2024)-এ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফর্মে রয়েছে লাল হলুদ ব্রিগেড। সেই ছন্দ ডুরান্ডেও বজায় রাখতে চাইবে তারা। সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনার ফুটবল দল (East Bengal vs Indian Air Force)। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ফুটবল টিম?

Advertisements

Manu Bhaker: ঐতিহাসিক! প্যারিস অলিম্পিকে প্রথম পদক জিতল ভারত

সাম্প্রতিক ফর্ম হোক কিংবা খাতায় কলমে দলের শক্তি বিচার, সব দিক থেকে এয়ার ফোর্সের ফুটবল টিমের থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল হজম না করাই হতে পারে বায়ুসেনা দলের মূল পরিকল্পনা। লাল হলুদের বিপক্ষে ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে পারলেও প্রতিপক্ষের জন্য সেটা হবে বড় প্রাপ্তি।

তেমনটা হলে ডিফেন্সে লোক বাড়িয়ে ইস্টবেঙ্গলের আক্রমণ রোধ করতে চাইবে ভারতীয় বায়ুসেনার ফুটবল দল। রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠে বাড়তি লোক খেলিয়ে লাল হলুদ ঝড়ের বিরুদ্ধে মোকাবিলা করতে চাইবে এয়ার ফোর্স একাদশ। চার ডিফেন্ডার কিংবা পাঁচ ডিফেন্ডারে দোল সাজাতে পারে তারা। বায়ুসেনার দলের ফুটবলারদের মধ্যে শৃঙ্খলা সুবিদিত। ফলত ডিফেন্সিভ লাইন বজায় রাখার আপ্রাণ চেষ্টা তারা করবে। গোল করার ক্ষেত্রে গতিকে কাজে লাগিয়ে উঠে আসতে পারে প্রতি আক্রমণে।

Paris Olympics: অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের পরামর্শ মাথায় রেখে পদক জিতেছেন মনু

ইস্টবেঙ্গলকেও নিজেদের রক্ষণভাগে নজর দিতে হবে। ডুরান্ড কাপের আগে খেলা প্রস্তুতি ম্যাচে বেশ কিছু গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রত নিশ্চই ভুল শোধরানোর কাজ করেছেন।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ