HomeSports Newsডুরান্ড সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াই ফ্রি'তে কোথায় দেখবেন?

ডুরান্ড সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াই ফ্রি’তে কোথায় দেখবেন?

- Advertisement -

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) দ্বিতীয় সেমিফাইনালে (Semifinal) আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন মেরুর দল। ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ও ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour)। সন্ধ্যা ৭টায় শুরু হতে চলা এই মহারণে একদিকে রয়েছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও সাফল্যে মোড়া মশাল ব্রিগেড। অন্যদিকে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে নেমে একের পর এক অঘটন ঘটিয়ে সেমিফাইনালে উঠে আসা কিবু বিকুনার ডায়মন্ড হারবার।

এই দুই দল আগে কখনো ডুরান্ড কাপে মুখোমুখি হয়নি। তাই এই সেমিফাইনালের ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছে। একদিকে রয়েছে অভিজ্ঞতা ও ঐতিহ্যের জোর, অন্যদিকে আত্মবিশ্বাসী তরুণ দল। যারা এবার তাদের প্রথম ডুরান্ড অভিযানে নজর কাড়ছে ফুটবলপ্রেমীদের।

   

ইস্টবেঙ্গল এবারের ডুরান্ডে অসাধারণ ছন্দে রয়েছে। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে অস্কার ব্রুজোর ছাত্ররা। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিলে, রশিদ এবং সাউল ক্রেসপো নাওরেম মহেশ এবং সৌভিক চক্রবর্তীরা দারুণ ছন্দে রয়েছেন। অভিজ্ঞতার পাশাপাশি দলে রয়েছে প্রয়োজনীয় রসদ, যা বড় ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস জোগায়।

ডায়মন্ড হারবার এফসি, যারা এই বছরই ডুরান্ড কাপে আত্মপ্রকাশ করেছে, তারা এক কথায় টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’। কোচ কিবু বিকুনার নেতৃত্বে দল ইতিমধ্যে জামশেদপুর এফসিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই স্প্যানিশ কোচ একসময় মোহনবাগানে কোচিং করিয়েছেন, ফলে প্রতিপক্ষ সম্পর্কে তাঁর জ্ঞানই হতে পারে ডায়মন্ড হারবারের বাড়তি অ্যাডভান্টেজ।

এদিনের ম্যাচের বিজয়ী আগামী ২৩ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। ফলে আজকের ম্যাচ দুই দলের কাছেই “ডু অর ডাই” পরিস্থিতি। ইস্টবেঙ্গল চাইবে ২০০৪ সালের পর ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে এগোতে, অন্যদিকে ডায়মন্ড হারবার ইতিহাস গড়তে চায় নিজেদের প্রথম ফাইনাল নিশ্চিত করে।

কোথায় দেখবেন?

আজকের সেমিফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে Sony Sports Network-এ এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV অ্যাপে। যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের জন্য টিভি ও অনলাইনই একমাত্র ভরসা।

East Bengal vs Diamond Harbour in Durand Cup 2025 semifinal LIVE streaming Where to watch match

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular