ডুরান্ড সেমির আগে মুম্বই এবং ইস্টবেঙ্গলের খেলার পার্থক্য ‘ফাঁস’ বিপিনবাবুর

Bipin Singh on Durand Cup 2025 Clash
Bipin Singh on Durand Cup 2025 Clash

ডার্বি জয়ের উচ্ছ্বাস এখনও রয়ে গিয়েছে লাল-হলুদ সমর্থকদের মুখে। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপ ২০২৫ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। এবার মশালবাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জ। ২০ আগস্ট ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মহারণ। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি লাল-হলুদ সমর্থকদের মধ্যে ফিরে এসেছে অগাধ আস্থা ও আবেগও।

ডার্বির রোমাঞ্চকর জয়ের পর ইস্টবেঙ্গল শিবির এখন আত্মবিশ্বাসে ভরপুর। দলের উইঙ্গার বিপিন সিং মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন, দল সম্পূর্ণ প্রস্তুত আগামী লড়াইয়ের জন্য। তাঁর কথায়, “আমরা সব সময় ম্যাচ অনুযায়ী পরিকল্পনা করি। মোহনবাগানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এখন মনোযোগ শুধু ডায়মন্ড হারবার ম্যাচে।”

   

ডায়মন্ড হারবার এফসি তুলনামূলক নতুন দল হলেও চলতি ডুরান্ড কাপে নজরকাড়া পারফরম্যান্সে সবার নজর কেড়েছে। সেমিফাইনালে তাই ইস্টবেঙ্গলের কাজ মোটেও সহজ নয়। বিপিন স্বীকার করেছেন প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। তাঁর কথায়, “এটা একেবারে নতুন চ্যালেঞ্জ। আমরা প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করেছি। তাদের খেলার ধরন, মাঠের মাপ, সবকিছু মাথায় রেখে প্রস্তুতি চলছে।”

মোহনবাগানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর শারীরিক ফিটনেসের দিকেও জোর দিচ্ছেন কোচিং স্টাফ। বিপিন বলেন, “ডার্বির মতো ম্যাচের পর তিন দিনের মধ্যে নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে নামা সহজ নয়। তবে পুরো দল শতভাগ দিচ্ছে। সবাই মনোযোগী এবং শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে সচেষ্ট।”

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক ডার্বি জয়ের পর লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস এখন সীমাহীন। যুবভারতী ভরিয়ে তুলতে প্রস্তুত তারা। ফুটবলাররাও জানেন, সমর্থকদের উপস্থিতিই তাঁদের লড়াইকে অন্য মাত্রা দেয়। বিপিন সিং তাই সাফ বললেন, “এত বড় সমর্থক গোষ্ঠীর সামনে খেলা আমার কাছে স্বপ্নের মতো। এখানে প্রত্যেক ম্যাচ মানে নতুন উদ্দীপনা।”

বিপিনের দীর্ঘ অভিজ্ঞতা মূলত মুম্বইয়ের ক্লাব ফুটবলকে ঘিরেই। তবে কলকাতায় এসে তিনি ভিন্ন স্বাদ পাচ্ছেন। সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করছে। বিপিন বলেন, “মুম্বাইয়ে এত সমর্থক ছিল না। এখানে ইস্টবেঙ্গলের বিপুল সংখ্যক সমর্থকের সামনে খেলা সত্যিই গর্বের বিষয়। মাঠে নামলেই গ্যালারির আবেগ আলাদা শক্তি জোগায়।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleএশিয়া কাপে ভারতীয় দল ঘোষণা শেষে একাধিক চমক
Next articleআকাশে নিয়ন্ত্রণ কার? ভারত সহ এই ৫টি দেশের কক্ষপথে রয়েছে উন্নত সেনা স্যাটেলাইট
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।