গত কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৮ এলিট লিগের ডার্বি (Kolkata derby) ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের ছোটরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে জয় পেয়েছিল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এবার ডার্বি জয় করল লাল-হলুদের অনূর্ধ্ব ১৪ ফুটবল দল। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আরেক পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ১৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল মশাল ব্রিগেড।
Read More: বেতন কমাতে অনিচ্ছুক আইএসএলের এই ক্লাবের ফুটবলাররা
যারফলে কয়েকদিনের ব্যবধানে টানা দুইটি বিভাগে ডার্বি জয় করল ইস্টবেঙ্গল। ছোট হোক কিংবা বড়। অন্যান্য ম্যাচের তুলনায় ডার্বি যে সবসময় আলাদা এক মাত্রা পায় সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই এই ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট উন্মাদনা ছিল সকলের। এদিনের এই ডার্বিতে লাল-হলুদের হয়ে গোল পেলেন দলের অধিকাংশ ফুটবলার। এমনকি হ্যাট্রিক ও করলেন দুই ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন প্রীয়াংশু নষ্কর এবং বোয়চা। পাশাপাশি গোল পেয়েছেন সুদীপ্ত, আতিরাজ, ওয়ালিদ, মামেন এবং রিদমের মতো ফুটবলাররা।
Read More: আইএসএল শুরুর আগে ক্লাবগুলোকে এই কারণে কড়া সতর্কবার্তা দিল FIFPRO
খেলার প্রথম মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন প্রীয়াংশু। প্রতিপক্ষ দলের ফুটবলাররা সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সংস্কার। তারপর ১৬ মিনিটের মাথায় রিদমের তৃতীয় গোল। মিনিট ছয়েকের ব্যবধানে তৃতীয় গোল আসে সংস্কারের পা থেকে। ২৬ মিনিটের মাথায় বোয়চার প্রথম গোল। তাঁর ঠিক এক মিনিটের ব্যবধানে প্রীয়াংশুর দ্বিতীয় গোল। এভাবেই সময় এগোনোর সাথে সাথেই বাড়তে থাকে ব্যবধান। ওয়ালিদ থেকে শুরু সুদীপ্তরা দলের হয়ে করে যান গোল। বলাবাহুল্য, প্রথমার্ধের শেষেই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন প্রীয়াংশু।
যারফলে প্রথমার্ধের শেষে ১১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল লাল-হলুদের ছোটরা। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বোয়চা। এছাড়াও একটি করে গোল করে যান মোমেন ও আতিরাজ। যারফলে শেষ পর্যন্ত এই বিরাট ব্যবধানে আসে জয়।
