East Bengal : লাল-হলুদেই থাকছেন এই তরুণ ফুটবলার

আরও এক ফুটবলার নিশ্চিত হল ইস্টবেঙ্গলে (East Bengal)। দুই বছরের চুক্তিতে কলকাতার ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মণিপুরী মিডফিল্ডার।     বিনিয়োগকারী এখনও নিশ্চিত না হলেও দল…

short-samachar

আরও এক ফুটবলার নিশ্চিত হল ইস্টবেঙ্গলে (East Bengal)। দুই বছরের চুক্তিতে কলকাতার ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মণিপুরী মিডফিল্ডার।

   

বিনিয়োগকারী এখনও নিশ্চিত না হলেও দল গড়ার কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যে বহু তরুণ ফুটবলারকে তাঁরা নিশ্চিত করেছেন। আগামী মরশুমের জন্য সম্ভাব্য স্কোয়াডে থাকছেন ওয়াহেংবাম আনগউসানা লুয়াংয়ের। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আনগউসানার বায়োডাটা চোখ ধাঁধানো না হলেও নজর কেড়েছেন নিজ দক্ষতায়। বেশ কিছু ম্যাচ খেলেছেন লাল হলুদ জার্সিতে। শিলং লাজং অ্যাকাডেমির ফুটবলার আই-লিগে ট্রাউয়ের হয়ে খেলে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ২০২০ সালে।

পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগে গত দুই মরশুমে আঠাশটি ম্যাচ খেলেছেন বছর পঁচিশের এই মিডফিল্ডার। তিনটি গোলের ক্ষেত্রে রেখেছেন অবদান।