HomeSports NewsEast Bengal : বাগানের বিরুদ্ধে ভালো খেলা ফুটবলারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল

East Bengal : বাগানের বিরুদ্ধে ভালো খেলা ফুটবলারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল

- Advertisement -

ক্রমে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal ক্লাব। বাংলার সন্তোষ ট্রফি দলের তরুণ এক ফুটবলার লাল হলুদ জার্সি পরতে চলেছেন বলে খবর। তিন বছরের চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। 

শুক্রবারের খবর, বাংলার সুজিত সিং-কে (Sujit Singh) সই করাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তিন বছরের চুক্তি করা হতে পারে আঠারো বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে। এ বছরের সন্তোষ ট্রফি টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করেছিলেন সুজিত।

   

সন্তোষ ট্রফির স্কোয়াড গড়ার সময় কোচ রঞ্জন ভট্টাচার্যের নজরে পড়েছিলেন সুজিত সিং। কম বয়সী ছেলেটির খেলার তাঁর ভালো লেগেছিল। সুজিতের প্রতি আস্থা রেখে বাংলা দলের শিবিরে ডেকে নিয়েছিলেন রঞ্জন। কোচের আস্থা রেখেছেন সুজিত।

সন্তোষ ট্রফির পর এটিকে মোহন বাগানের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলা দল। সবুজ মেরুন একাদশের বিরুদ্ধে মাঠে ছিলেন সুজিত। এবং ভালো খেলেছিলেন। প্রতিভা চিনে নিয়ে তাঁকে দ্রুত দলে নিশ্চিত করতে চাইছেন লাল হলুদ কর্তারা, খবর এমনটাই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular