U17 League: গত শুক্রবার বিকেলে ওডিশার বুকে ইমামি ইস্টবেঙ্গল দলের অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। তারা পরাজিত করেছে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। এরফলে, চলতি কলিঙ্গ সুপার কাপ থেকে ছিটকে যেতে হয়েছে পালতোলা নৌকা ব্রিগেডকে। প্রথমদিকে বাগান ফুটবলারদের দাপট থাকলেও পরবর্তীতে সময় কোন সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল।
হেক্টর ইউৎসের করা গোলে মেরিনার্সরা এগিয়ে থাকলেও তার কিছু সময় পরেই গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান সমান থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। আরও একটি গোল পান ক্লেটন সিলভা ও একটি মাত্র গোল পান নন্দকুমার শেখর।
সেই নিয়েই এখন আনন্দের আবহ সমর্থকদের মধ্যে। এবার সাফল্যের সরনীতে লাল-হলুদের জুনিয়র দল। এবার তারা পরাজিত করল ইস্টবেঙ্গলের ছোটরা। এবার তারা পরাজিত করল ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল ময়দানের দুই প্রধান।
নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের দরুন সেই ম্যাচ জিতে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে গুরনাজ সিং ও দেবজ্যোতি। তাদের দৌলতেই আজ জয় তুলে নেয় লাল-হলুদ ব্রিগেড। যারফলে, কয়েকদিনের মধ্যেই দুই প্রধানকে পরাজিত করল ইস্টবেঙ্গল ফুটবল দল। বলাবাহুল্য, ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপুটে পারফরম্যান্স থেকেছে লাল-হলুদ ফুটবলারদের।
FT| A victory to end the group stage! 💪#U17YL #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/SCxKgBUCMw
— East Bengal FC (@eastbengal_fc) January 21, 2024
প্রথমদিকে একাধিকবার গোলের সুযোগ থাকলেও সেখান থেকে গোল করা সম্ভব হয়নি ফুটবলারদের। যার দরুন প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় আসে প্রথম গোল। তারপর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোতেন দেবজ্যোতি। সেখান থেকেই আসে জয়।