জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন লাল-হলুদের তিন ফুটবলার

বর্তমানে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) দায়িত্বে এসেছেন খালিদ জামিল। পূর্বে এফসি গোয়ার হেড কোচের হাতে ব্লু-টাইগার্সদের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা সুবিধা করা…

India climbs in FIFA Ranking as Indian Football Team Womens rises to 63rd after AFC Asian Cup qualification

বর্তমানে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) দায়িত্বে এসেছেন খালিদ জামিল। পূর্বে এফসি গোয়ার হেড কোচের হাতে ব্লু-টাইগার্সদের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি সেই স্প্যানিশ কোচের পক্ষে। ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে শুরু করে অন্যান্য একাধিক ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ছিল জাতীয় দলের। এমনকি গত মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে ও গোলশূন্য ফলাফল নিয়ে ম্যাচ শেষ করেছিল ভারত। তা কিছুতেই ভালোভাবে নেয়নি ফেডারেশন। তখন থেকেই কোচ বদলের জল্পনা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ভারতীয় কোচকে বেছে নেয় ম্যানেজমেন্ট।

Also Read | সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে হারিয়ে দাপট ভারতের মেয়েদের

   

চলতি আগস্ট এর শেষের দিকেই সিএএফএ নেশনস কাপ খেলতে নামবে সুনীল ব্রিগেড। বলতে গেলে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে খালিদ জামিলের। এই নতুন দায়িত্বে নিজেকে প্রথম থেকেই প্রমাণ করতে চাইবেন এই ভারতীয় কোচ। আসন্ন এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে গত ১৫ই আগস্ট থেকেই বেঙ্গালুরুর দ্রাবিড় পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে প্রস্তুতি শিবির শুরু করেছে ভারতীয় ফুটবল দল। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্ট গুলিতে যে সমস্ত দলগুলি সক্রিয় ছিল না তাঁদের দলের খেলোয়াররা আগেই যোগদান করেছিলেন জাতীয় শিবিরে।

Also Read | মিটল সমস্যা! খুব শিগগির শহরে আসছেন ব্রাইটসহ আরও এক বিদেশি

Advertisements

বলতে গেলে তাঁদের সামনে রেখেই অনুশীলন পর্ব শুরু করেছিলেন খালিদ। তবে ডুরান্ড কাপের কথা মাথায় রেখে খেলোয়ারদের কিছুদিন পরে ছাড়ার পরিকল্পনা ছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের। এমনকি একই পরিকল্পনা নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। বর্তমানে মোহনবাগানের অবস্থান স্পষ্ট না হলেও এবার জাতীয় শিবিরে যোগদান করেছেন লাল-হলুদের তিন ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন জিকসন সিং, আনোয়ার আলি এবং উইঙ্গার নাওরেম মহেশ সিং। আজ প্রথম থেকেই অনুশীলনে নজর কেড়েছেন এই ফুটবলাররা।

গত কয়েকদিন আগেই ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে লাল-হলুদ শিবির। তারপরেই এবার জাতীয় শিবিরে যোগদান করেছেন ফুটবলাররা। এবার নতুন কোচের তত্ত্বাবধানে জাতীয় শিবিরে নিজেদের আদৌও কতটা মানিয়ে নিতে পারেন সকলে এখন সেদিকেই নজর থাকবে দেশের প্রত্যেক ফুটবলপ্রেমীদের।