টানা চার ম্যাচে হার! ফুটবলারদের নিয়ে বড় সিদ্ধান্ত লাল-হলুদ শিবিরের

ইস্টবেঙ্গলে (East Bengal) সমাপ্ত হয়েছে কুয়াদ্রাত জমানার। সঙ্গে সঙ্গে আইএসএলে হারের হ্যাটট্রিক এখন অতীত। এবার চার ম্যাচে হার। কোচ বিদায় নিলেও লাল-হলুদ শিবিরের ছবিটা বদল…

East Bengal

short-samachar

ইস্টবেঙ্গলে (East Bengal) সমাপ্ত হয়েছে কুয়াদ্রাত জমানার। সঙ্গে সঙ্গে আইএসএলে হারের হ্যাটট্রিক এখন অতীত। এবার চার ম্যাচে হার। কোচ বিদায় নিলেও লাল-হলুদ শিবিরের ছবিটা বদল হল না। ইন্ডিয়ান সুপার লিগের লাস্ট বয় হয়ে রয়ে গেল ক্লডিয়াস সরণির এই ক্লাব।

   

গত শনিবার জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মাদিহ তালালরা। এই ম্যাচে সমর্থকদের আশা ছিল ‘ঘুরে দাঁড়াবে’ তাঁদের প্রিয় দল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে খেলার ফলাফলে চোখ বোলাতেই মন ভেঙেছে লাল-হলুদ শিবিরের অগুনতি ভক্তদের।

Read More ময়দানের পড়শী ক্লাবে যোগ দিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার

জামশেদপুরের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে মশাল ব্রিগেডের স্থান পরিবর্তনের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। গোলের দরজা খুলল না বরং তিন থেকে হারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ নম্বরে। তাই কোচ বিদায় নিলেও লিগ টেবিলে শ্রীবৃদ্ধি ঘটল না তাঁদের। অসংখ্য গোলের সুযোগ মিস করে জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল (East Bengal) হার মানল ২-০ গোলে। সেই সঙ্গে ডিফেন্ডার লালচুংনুঙ্গা আত্মঘাতী গোল এবং ক্রেসপোর পেনাল্টি করে খেসারত দিতে হল।

Read More কলকাতায় শেষ মুহূর্তের অনুশীলন সারলেন শুভাশীষ, আনোয়ার, মনভীররা

কার্লেস কুয়াদ্রাত বিদায় নেবার পর, অন্তর্বর্তী কোচ হিসেবে দলের দায়িত্বে পেয়েছেন বিনো জর্জ। সমর্থকরা আশা করেছিলেন তাঁর নতুন স্ট্র্যাটেজি নিয়ে। তবে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে খুব একটা বদল আনেননি বিনো জর্জ। তবুও ম্যাচের প্রথম কয়েক মিনিট দাপট ছিল ইস্টবেঙ্গলেরই। ক্লেন্টনরা পেয়েছিল একাধিক সুযোগ। কিন্তু তার পরেও হারতে হল। দলকে জয়ে ফিরতে দেখার আশায় জামশেদপুর গিয়েছিলেন অনেক লাল-হলুদ সমর্থকই। কিন্তু আরও এক বার হতাশ হয়ে ফিরতে হল তাঁদের। তবুও দলটার মধ্যে প্লে-অফে যাওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ।

Read More হারের মাঝেও সুখবর! পিছিয়ে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এই ম্যাচ

ফুটবলারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। জামশেদপুর ম্যাচের পর লাল-হলুদ শিবিরে তরফে পুজোর ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। পাশাপাশি ১২ অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে একক প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এই দলে ডাক পেয়েছে ইস্টবেঙ্গলের আনোয়ার আলি। তাই এই মুহূর্তে দলে নেই তিনি। তবে ইস্টবেঙ্গল ১২ অক্টোবর থেকে আবার প্রশিক্ষণ শুরু করবে বলে জানা গিয়েছে।