Debabrata Sarkar: ডার্বি জিতে বিষ্ফোরক মন্তব্য লাল-হলুদ শীর্ষ কর্তার

East Bengal Top Official Debabrata Sarkar

কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা বজায় রেখেছে ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচী অনুসারে শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। শেষ হাসি হেসেছে মশাল ব্রিগেড। এক গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে বিনো জর্জের ছেলেরা। এই জয়ের সুবাদে গ্ৰুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দল। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। কিন্তু এই ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দেবব্রত সরকার (Debabrata Sarkar)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজকে ম্যাচের নায়ক প্রাঞ্জল ব্যানার্জি। আমাদের বহু মানুষ আপত্তি করেছিল তাঁকে নিতে। আমার মনে হয় প্রাঞ্জল বহু বড় রেফারি। কিন্তু বড় ম্যাচের চাপ নিতে পারে না। আমি বলছি না সে ইচ্ছে করে কোনো কিছু করেছে, হয়ত নিতে পারে না। ভবিষ্যতে আমাদের এই নিয়ে ভাবতে হবে। আইএফএ’র সঙ্গে ও এই নিয়ে আলোচনা করবো। আজ খুব দৃষ্টিকটু ভাবে রেফারিং করেছে। হয়ত এতেই অক্ষমতা প্রকাশ পেয়েছে।’

   

উল্লেখ্য, এই ডার্বি ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কোপে পড়তে হয়েছে লাল- হলুদ ফুটবলার জোসেফ জাস্টিনকে। জোড়া হলুদ কার্ড দেখার ফলে মাঠ ছাড়তে হয়েছে এই তরুণ ফুটবলারকে। শেষ পর্যন্ত দশজন ফুটবলারদের নিয়েই ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন বিনো জর্জ। নিঃসন্দেহে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে‌। এরপর কলকাতা কাস্টমসের মুখোমুখি হবে লাল-হলুদ শিবির।

এছাড়াও দলের পারফরম্যান্স নিয়ে লাল-হলুদ শীর্ষকর্তা বলেন, ‘আমাদের দল যথেষ্ট ভালো খেলেছে। সবে তিনটে ম্যাচ হয়েছে। ডার্বিটা আরেকটু পরে হলে ভালো হতো। আরো ভালোভাবে ম্যাচ খেলা যেত। ধীরে ধীরে সমস্ত ভুল ত্রুটি শুধরে নেওয়া যাবে। আমাদের বহু ছেলে রয়েছে। যারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এখান থেকেই পরবর্তীতে সিনিয়র দলের জন্য খেলোয়াড়দের বাছাই করা হবে। সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আশাবাদী এবারে ও বেশকিছু ফুটবলারদের নিতে পারব।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন