চলতি মাসের ৯ তারিখ লিগের ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। শক্তিশালী হায়দরাবাদের টিমগেম নির্ভর ফুটবলের বিরুদ্ধে মাঠে নামার আগে কলকাতায় নিজেদের মধ্যে খুনসুটির মুডে হাতাহাতিতে জড়িয়ে আহ্লাদে আটখানা হতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের।
ইস্টবেঙ্গল টিমের মিডফ্লিডার ফুটবলার সৌভিক চক্রবর্তী, মিডিও ওয়াহেংবাম লুওয়াং এবং ডিফেন্ডার লালচুংনুঙ্গা নিজেদের মধ্যে প্র্যাকট্রিস সেশনের মাঝে খুনসুটির মুহুর্তে জড়িয়ে ধরা পড়েছে লাল হলুদ ভক্তদের হৃদয়ে।
প্রসঙ্গত,যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড। টিমগেম নির্ভর যে গেমটার অভাব ছিল খেলার মধ্যে JRD টাটা স্পোটর্স কমপ্লেক্সে ওই টিমগেম খেলেই বাজিমাৎ করে নায়ক নাওরেম মহেশ, সুহের, সিলভারা। টিমগেম পারফরম্যান্সের ওপর জোর রেখে নিজামর্সদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে চাইছে হাওকিপ, মহম্মদ রাকিপরা।এই লক্ষ্যে রাতের অন্ধকারে হায়দরাবাদ বধের ছক কষে চলেছে ইস্টবেঙ্গল এফসির কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।
বন্ধুমহলে তর্ক হলে যুক্তি অর্নগল 🤘😆#JoyEastBengal #আমাগোমশাল #EastBengalFC #IndianFootball pic.twitter.com/B6vwJgLd2u
— East Bengal FC (@eastbengal_fc) December 2, 2022
ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ শিবির জয়ের ধারাবাহিকতাকে ধরে রাখতে চাইছে পয়েন্ট টেবলে উন্নতির লক্ষ্যে। গত আইএসএল সেশনে লাল হলুদ জার্সিতে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলার লক্ষ্যে ইতিমধ্যেই দলের ভোলবদলের আসরে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট এবং ক্লাব কর্তারা। জানুয়ারির ফিফা উইন্ডো দিয়ে খেলোয়াড় তুলে আনার আসরে খামতি রাখতে নারাজ ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এই আবহে মানলো মার্কেজের ছেলেদের বিরুদ্ধে টিমগেম নির্ভর ফুটবলেই জোর দিচ্ছে গোটা লাল হলুদ স্কোয়াড।