এই বিদেশি মিডফিল্ডারের দিকে নজর কলকাতা ময়দানের এই প্রধানের

আগের মাসেই শেষ হয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের সিজন। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি যথেষ্ট দাপট থেকেছে অন্যান্য ফুটবল ক্লাব গুলির।…

jeet win

Palestinian Footballer Mohammed Rashid

আগের মাসেই শেষ হয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের সিজন। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি যথেষ্ট দাপট থেকেছে অন্যান্য ফুটবল ক্লাব গুলির। শক্তিশালী এই দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগে সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বজায় থাকে নিয়ে বেশিদিন। প্রতিপক্ষ দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে ওঠে মোহনবাগান সুপার জায়ান্ট। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। দেশের প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয় করে মেরিনার্সরা।

Also Read | ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিলেন ইন্টার কাশি এই তরুণ তারকা

   

তারপর কিছু সপ্তাহ আগেই আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছিল চার্চিল ব্রাদার্সকে। যদিও এই নিয়ে রয়ে গিয়েছে বিতর্ক। অপরদিকে গত কয়েকদিন আগেই শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। যারফলে নয়া মরসুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে বোরহা হেরেরাদের ফুটবল ক্লাব। যেদিকে নজর থাকবে সকলের। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের সবকটি ফুটবল ক্লাব। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আরও সক্রিয় হয়ে উঠেছে প্রতিটি ফুটবল দল। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল।

Also Read | লাল-কালো ছেড়ে সাদা জার্সি! কেকেআর ম্যাচে ফ্যানদের নতুন রূপ, জানুন কেন

Advertisements

বিগত কয়েক সপ্তাহ ধরেই খেলোয়াড় সই করানোর ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এই দল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা রেখেছে লাল-হলুদ শিবির। এবার দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছে প্যালেস্টাইনের এক তারকা মিডফিল্ডারের নাম। তিনি মহম্মদ রশিদ (Mohammed Rashid)। বর্তমানে লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত রয়েছেন বছর ঊনত্রিশের এই হাইপ্রোফাইল। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় ৩১ টি ম্যাচ। তারমধ্যে ছয়টি গোল রয়েছে এই রশিদের।

এই সমস্ত কিছু খতিয়ে দেখেই তাঁকে আমি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে খেলতে আসেন কিনা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।