Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal: যায়নি পুরনো রোগ, এগিয়ে থেকে ফের হারল মশালবাহিনী

East Bengal: যায়নি পুরনো রোগ, এগিয়ে থেকে ফের হারল মশালবাহিনী

- Advertisement -

এগিয়ে থেকেও পরাজয়। এই ছবি দেখে দেখে বিরক্ত ইস্টবেঙ্গল (East Bengal ) সমর্থকরা। শনিবারের ম্যাচে প্রথমে গোল করে লিড নিয়েছিল লাল হলুদ ব্রিগেড। বিরতির পর পরপর জোড়া গোল হজম করে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া করল দল।

আগামী দিনে ইন্ডিয়ান সুপার লীগের ঠাসা ক্রীড়া সূচি। এদিকে দুর্গা পুজোর জন্য কলকাতায় ম্যাচ আয়োজন করা হয়ে পড়েছিল কঠিন। শেষ পর্যন্ত ‘ হোম ম্যাচ ‘ খেলতে ভুবনেশ্বর গিয়েছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচের শুরুটা ভালো করেছিল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে সমানে পাল্লা দিয়েছিলেন লাল হলুদ ফুটবলাররা। বাড়তি পাওয়া নওরেম মহেশ সিংয়ের সুন্দর গোল। ৪১ মিনিটে ইস্টবেঙ্গলকে ১-০ গোল এগিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেনসেশন। নন্দার অ্যাসিস্ট।

   

ইস্টবেঙ্গলের এগারো নম্বর জার্সিধারী নন্দা প্রায় ৪০ গজ দৌড় দিয়েছিলেন। তারপর কাট করে বল বাড়িয়ে দিয়েছিলেন মহেশের উদ্দেশ্যে। বাকি কাজ নিপুণভাবে করেন মহেশ।

দুর্গোৎসবের আলোয় ঝলমল করছে বাংলা। এগিয়ে ইস্টবেঙ্গল। ক্লাব সমর্থকদের মনেও তখন হাজার বাতির ঝলক। আশার আলো নিভল বিরতির পর। এফসি গোয়ার বিরুদ্ধে বিরতির পর কার্যত খেলতেই পারল না ইস্টবেঙ্গল। ভঙ্গুর দলের রক্ষণ। ম্যাচ যত এগিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে তত জাঁকিয়ে বসতে শুরু করেছিল পয়েন্ট হারানোর ভয়। সেটাই হল শেষ পর্যন্ত। ম্যাচের ৭৪ ও ৭৫ মিনিটে এফসি গোয়ার হয়ে পরপর গোল করে যান সন্দেশ ও ভিক্টর। কলিঙ্গ স্টেডিয়াম থেকে খালি হাতে ফিরতে হবে ইস্টবেঙ্গলকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular