ডুরান্ড কাপ জেতার পর থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) সময় ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক বিরতির পর ইন্ডিয়ান সুপার লীগে ছন্দে নেই দল। পরপর ম্যাচে পয়েন্ট হারিয়ে প্লে অফে যাওয়ার দৌড় কঠিন হয়ে পড়েছে। সামনেই ডার্বি। এই ম্যাচে গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে খেলাতে পারবেন না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রত।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ রাকিপ। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি। এফসি গোয়ার বিরুদ্ধে দেখেছেন হলুদ কার্ড। সব মিলিয়ে রাকিপের নামের পাশে এখন চারটি হলুদ কার্ড। সে কারণেই কলকাতা ডার্বি খেলতে পারবেন না রাকিপ।
এফসি গোয়ার বিরুদ্ধেও ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল। ১-০ গোলে ম্যাচ জিতেছে এফসি গোয়া। আরও অনেক গোল হতে পারতো, সুযোগের সদ্বব্যবহার করতে পারেননি এফসি গোয়ার ফুটবলাররা।
অংকের বিচারে প্লে অফে যাওয়ার দৌড়ে এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রত এফসি গোয়া ম্যাচের পর জানিয়েছেন সেই সম্ভাবনার কথা। কিন্তু অংক খুব কঠিন। হারলে চলবে না। কিংবা পয়েন্ট নষ্ট করলেও হতে পারে পদস্খলন। প্লে অফে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে জিততে হবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই মরসুমের শুরুতে বাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এবারেও কি পারবে? দুই মেরুতে রয়েছে দুই ক্লাব।










