খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। দ্বিতীয় ডিভিশন আই লিগের পর এবার রিলায়েন্স ডেভলপমেন্ট লিগেও বড় ধাক্কা খেল লাল-হলুদের ছেলেরা।
এবার ম্যাচে এগিয়ে থেকে ও শেষ পর্যন্ত রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের কাছে পরাজিত হতে হল ইমামি ইস্টবেঙ্গলকে। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-৩ গোল। লাল-হলুদের হয়ে হিমাংশু জ্যাংড়া ও আমন সিকে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে লাল-হলুদ রক্ষনকে ধরাশায়ী করে ম্যাচ পকেটে পুড়ে নেয় ইয়ং চ্যাম্পস। যারফলে, পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা কার্যত শেষ মশাল ব্রিগেডের।
বলাবাহুল্য, গত ম্যাচে রামথারভেং এফসি কে পরাজিত করার সুবাদে আজ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল বিনো জর্জের ছেলেরা। তবে দলের রক্ষন নিয়ে বারংবার চিন্তা থেকে গিয়েছিল সকলের। তবে প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটের মাথায় হিমাংশুর ফ্রি কিক থেকে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
HT: East Bengal 1 ➖ 0 RF Young Champs
⚽ @jangra_32 45+1'#TorchBearers #RFDL pic.twitter.com/7LlQJ60i0s
— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) May 1, 2023
প্রথমার্ধে সেই ফলাফল বজায় থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে শুরু করে ইয়ং চ্যাম্পস। তবে ৬৪ মিনিটের মাথায় ফের দ্বিতীয় গোল করে বসেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার আমন। যারফলে, ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষের দিকে এসে লাল-হলুদ রক্ষন ভেঙে চুরমার করে ম্যাচ হাত থেকে নিয়ে যান ইয়ং চ্যাম্পসের ৭ নম্বর জার্সিধারী তারকা ফুটবলার।
আজকের এই পরাজয়ের ফলে পরবর্তী রাউন্ডে ওঠার আশা কার্যত শেষ বিনো জর্জের ছেলেদের। পরিসংখ্যান বলছে। আর বাকি দুটি ম্যাচ জিতলে মোট ৯ পয়েন্টে পৌঁছবে ইস্টবেঙ্গল। অন্যদিকে ১০ পয়েন্ট পৌঁছে অনায়াসে পরবর্তী রাউন্ডে স্থান পাকা করবে ইয়ং চ্যাম্পস।
