ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন নিয়ে নানান জল্পনা। স্কোয়াডের সম্ভাব্য ফুটবলার হিসেবে আগে শোনা গিয়েছিল জবি জাস্টিনের নাম। এপ্রিলের শেষের দিকে ফের আলোচনায় উঠে এসেছে এই দক্ষিণী স্ট্রাইকারের নাম।
ময়দানে গুঞ্জন, জবি জাস্টিনকে যেনতেন প্রকারে দলে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রাথমিকভাবে তাঁকেই দলের আক্রমণ ভাগের সামনে রাখার কথা ভাবা হচ্ছে বলে ফুটবল মহলের একাংশের অনুমান।
আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের যে সম্ভাব্য দল আলোচনায় রয়েছে সেখানে আক্রমণ ভাগের কয়েকজন ফুটবলার রয়েছেন। কিন্তু তাঁরা সেই অর্থে বড় মঞ্চে পরীক্ষিত নন। জবির ফুটবলে প্রোফাইল তুলনামূলকভাবে চোখে পড়ার মতো।
ইস্টবেঙ্গলে খেলার সময় যে জবি মাঠ কাঁপিয়েছিলেন কালক্রমে সেই তাঁকে আর পাওয়া যায়নি ভারতীয় ফুটবল আঙিনায়। ইন্ডিয়ান সুপার লিগে একাধিক দলে তিনি সই করেছেন। কিন্তু কোথাও সুযোগ পাননি। ফলত প্রতিভার বিকাশ হয়নি। তিনিও হয়তো চাইবেন ইস্টবেঙ্গলে ফিরে এসে ফের গোল করতে ।