বাগদেবীর পুজো উদ্বোধনে লাল-হলুদের তিন তারকা

আগামীকাল সরস্বতী পুজো। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসের পাশাপাশি বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। তার আগে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা শহর জুড়ে। এসবের মাঝেই এবার…

east-bengal-stars-inaugurate-saraswati-puja-naktala

আগামীকাল সরস্বতী পুজো। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসের পাশাপাশি বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। তার আগে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা শহর জুড়ে। এসবের মাঝেই এবার নাকতলার আমরা সবাই ক্লাবের পুজো উদ্বোধনে হাজির হলেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তিন বিদেশি তারকা। যাদের মধ্যে ছিলেন সাউল ক্রেসপো, মিগুয়েল ফেরেইরা এবং কেভিন সিবিলে। যেটা নিঃসন্দেহে নজর কেড়েছে সকল ফুটবলপ্রেমীদের। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই অনুষ্ঠানের একটি ভিডিও আপলোড করা হয় ইস্টবেঙ্গলের তরফে।

Advertisements

বলাবাহুল্য, এবারের এই ফুটবল সিজনের শুরু থেকেই যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলে আসছেন সাউল ক্রেসপো। পাশাপাশি সঠিক সময় নিজেদের মেলে ধরছেন কেভিন ও মিগুয়েল। চূড়ান্ত সাফল্য এখনও পর্যন্ত না আসলেও পুরনো সমস্ত হতাশা কাটিয়ে এবার নিজেদের প্রমাণ করে শিরোপা জয়ের লক্ষ্য থাকবে প্রত্যেকের। হাতে মাত্র কিছুদিন। তারপর আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা তথ্য অনুযায়ী জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেই হয়তো টুর্নামেন্ট শুরু করতে পারে মশাল ব্রিগেড।

   

সেইমতো ফুটবলারদের প্রস্তুত করছেন কোচ অস্কার ব্রুজো। তবে গতবারের তুলনায় এবার আর ও কঠিন হতে চলেছে এই ফুটবল লিগ। আসলে অন্যান্য সিজনে দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার মূলত একটি ম্যাচ করে অংশগ্রহণকারী দল গুলির সাথে খেলতে পারবে প্রত্যেকে। সেক্ষেত্রে প্রতিটি ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ করার টার্গেট থাকবে ফুটবলারদের। আইএফএ শিল্ডের পর গত ডিসেম্বরে আয়োজিত সুপার কাপ ফাইনালের হতাশা কাটিয়ে আদৌও কতটা সফল হতে পারে ময়দানের এই প্রধান এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

তবে এক্ষেত্রে সাউল ক্রেসপোর পাশাপাশি কেভিন সিবিলের মতো ফুটবলারদের উপর যে বিরাট দায়িত্ব থাকতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)

Advertisements