চোট সমস্যার জের, অনুশীলনে অনুপস্থিত মহেশ

নয়া ফুটবল মরসুমের শুরুতে কার্লেস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু সেটা কার্যকরী করে তুলতে পারেননি গতবারের সুপার কাপ জয়ী এই স্প্যানিশ…

Naorem Mahesh Singh

নয়া ফুটবল মরসুমের শুরুতে কার্লেস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু সেটা কার্যকরী করে তুলতে পারেননি গতবারের সুপার কাপ জয়ী এই স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল। ধাক্কা খেতে হচ্ছিল প্রতিটি ক্ষেত্রে। যারফলে লজ্জায় মুখ ঢাকার মত পরিস্থিতি দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এসবের মাঝেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজনের হাতে। পূর্বে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে ছিলেন এই স্প্যানিশ। সেখান থেকেই ময়দানের এই প্রধান। এক কথায় বিরাট দায়িত্ব।

Also Read | আইএসএলে পরবর্তী লক্ষ্য কী জানালেন প্রাক্তন বাগান ফুটবলার

   

সময় যত এগিয়েছে অস্কারের হাত ধরেই ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্ব হোক কিংবা আইএসএল। প্রতিটি ক্ষেত্রেই ছাপ ফেলতে শুরু করেন সাউল ক্রেসপোরা। তারপর প্রথম ছয় ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নয়জনে ড্র। তারপর টানা দুইটি জয়। এই স্প্যানিশ কোচের হাত ধরেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। চোট আঘাতের সমস্যায় জেরবার করে তুলছে দলের ফুটবলারদের।

East Bengal Footballer Naorem Mahesh Singh reflects on Indian Football Team

সেজন্য ওডিশা ম্যাচেই ছিটকে যেতে হয়েছিল মাদিহ তালালকে। এছাড়াও চোট সমস্যা থাকায় আগামী মাসের আগে খেলতে পারবেন না স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। পাশাপাশি এখনও সুস্থ নন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এবং হেক্টর ইউস্তে। তবুও গত পাঞ্জাব হার না মানার লড়াই ছিল মশাল ব্রিগেডের কাছে। একটা সময় দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ইস্টবেঙ্গলের সাক্ষী থাকে গোটা যুবভারতী। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে ম্যাচ জয়। এ যেন সেই পুরনো ইস্টবেঙ্গল।

Also Read | শিলং লাজংকে পরাজিত করে লিগ টেবিলে অবস্থান পরিবর্তন দিল্লি এফসির

কিন্তু সেই ম্যাচেই চোটের কবলে পড়তে হয়েছিল ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিংকে। প্রথমার্ধেই খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন এই তারকা। যারফলে তাঁকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ শেষে হুইল চেয়ারে করে মাঠ ছাড়তে হয়েছিল এই তারকাকে। যা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছিল সমর্থকদের। যদিও পরবর্তীতে তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়ে দেন অস্কার ব্রুজন‌‌‌। সেই অনুযায়ী খুব শীঘ্রই দলের অনুশীলনে ফেরার কথা মহেশের। তবে এদিনের অনুশীলনে দেখা গেলনা জাতীয় দলের এই ফুটবলারকে। যা কিছুটা হলেও চাপে রাখছে সকলকে।