বসুন্ধরা গ্রুপের সঙ্গে ফের আলোচনায় বসবেন ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal)। খবর এমনটাই। এরই মধ্যে ইস্টবেঙ্গল অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ইমামি, টেকনো ইন্ডিয়ার মতো কোম্পানির নাম।
বসুন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা আপাতভাবে ইতিবাচক মনে হলেও নিশ্চিত হয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিশেষত ক্লাব বাংলাদেশের নামজাদা এই কোম্পানিকে কোন ভূমিকায় নিশ্চিত করবে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।
বসুন্ধরা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলে ক্লাবের মুখ্য স্পনসর হবে নাকি সহযোগী স্পনসর সে প্রশ্ন আগেও ছিল। এরপর অন্য আরও কোম্পানির নাম ভেসে ওঠার ফলে সেই সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। সম্প্রতি শোনা যাচ্ছে ইমামি, টেকনো ইন্ডিয়া কোম্পানির নাম।
ফের বাংলাদেশ সফরে লাল হলুদ কর্তারা যেতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের দলের পক্ষ থেকে উল্লেখযোগ্য কিছু ঘোষণা করা হলেও হতে পারে বলে অনেকের অনুমান।