ইন্ডিয়ান সুপার লিগের শেষের দিকে এসে আবার ও জ্বলে উঠেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে পরাজিত হওয়ার পর সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল ময়দানের প্রধানের। তবে সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করেছে গোটা পরিস্থিতি। বিগত কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে অন্যান্য বেশ কিছু ফুটবল ক্লাব। যারফলে নকআউট পর্বে যাওয়ার সামান্য আশা এখনও রয়ে গিয়েছে লাল-হলুদের। যদিও সেটা খুব একটা অনুকূল নয়। এক্ষেত্রে বাকি তিনটি ম্যাচে জয় সুনিশ্চিত করতেই হবে ইস্টবেঙ্গল দলকে।
তবে সেখানেই শেষ নয়। লাল-হলুদের জয় সুনিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট নষ্ট করতে হবে নর্থইস্ট ইউনাইটেড থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো দলকে। যদিও সেই সম্ভাবনা অনেকটাই কম, তা বলাই চলে। সূচি অনুসারে আগামী বুধবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। যেখানে তাদের লড়াই করতে হবে সামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির সঙ্গে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম লেগে একটি গোলের ব্যবধানে এগিয়ে থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল দল।
Also Read | আইএসএলে ২৩ হপ্তা শেষে সেরা পাঁচ ভারতীয় ফুটবলার
প্রাক্তন ফুটবলার মনোজ মহম্মদের গোলে সমতায় ফিরেছিল নিজামের শহরের এই ক্লাব। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তিন পয়েন্টের জন্য মাঠে নামতে চলেছে গতবারের সুপার কাপ জয়ীরা। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই চোট সমস্যা। উল্লেখ্য, গত পাঞ্জাব ম্যাচ খেলতে গিয়েই চোট পেয়েছিলেন তরুণ ফুটবলার পিভি বিষ্ণু। পরিস্থিতি খুব একটা গুরুতর না থাকলেও আসন্ন ম্যাচে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি হয়তো নেবেন না অস্কার ব্রুজন। তাছাড়া ব্যক্তিগত সমস্যার দরুণ চেন্নাই ফিরে গিয়েছেন নন্দকুমার। এই পরিস্থিতিতে কাকে উইঙ্গার হিসেবে খেলাবেন অস্কার?
সেই নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তবে যতদূর খবর, হায়দরাবাদ এফসির বিপক্ষে দলের প্রয়োজনে নিশু কুমারকে উইং প্লে করাতে পারেন লাল-হলুদের এই স্প্যানিশ কোচ। তবে পরিস্থিতি বুঝে নিজের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের ও সুযোগ দেওয়ার কথা ভাবতে পারেন এই স্প্যানিশ হেডস্যার।