East Bengal: দলবদলের বাজারে হীরাকে হারাতে পারে লাল হলুদ, ৬টা ক্লাবের অফার

দলবদলের বাজারে আলোচনায় রয়েছে ইস্টবেঙ্গল। আগামী মরশুমে দল গঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন লাল হলুদ কর্তারা। এক দিকে যেমন দল গোছানোর কাজ চলছে, অন্য…

ISL

short-samachar

দলবদলের বাজারে আলোচনায় রয়েছে ইস্টবেঙ্গল। আগামী মরশুমে দল গঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন লাল হলুদ কর্তারা। এক দিকে যেমন দল গোছানোর কাজ চলছে, অন্য দিকে দল ভাঙার সম্ভাবনাও ক্রমে প্রবল হচ্ছে। আলোচনায় রয়েছে হীরা মন্ডলের নাম (Hira Mondal)। হীরাকে দলে নিতে ঝাঁপাতে পারে ইন্ডিয়ান সুপার লিগের বহু ক্লাব।

   

সূত্রের খবর, হীরা মন্ডলকে দলে পেতে আগ্রহী ইন্ডিয়ান সুপার লিগের ছয়টি ক্লাব। লাল হলুদ কর্তারা বা টিম ম্যানেজমেন্ট দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে আগামী মরশুমের আগে হাতছাড়া হতে পারেন এই বঙ্গ তনয়।

চলতি মরশুমে অন্যতম আবিষ্কার হীরা মন্ডল। এসসি ইস্টবেঙ্গলের খেলায় ধারাবাহিকতা না থাকলেও হীরা খেলেছেন ধারাবাহিক ভাবেই। কিছু দিন আগে হীরার ভাইকে ইস্টবেঙ্গল কর্তারা নিশ্চিত করেছেন বলে শোনা গিয়েছিল।

হীরা ছাড়াও এবার এসসি ইস্টবেঙ্গলের অন্যতম ধারাবাহিক ফুটবলার ছিলেন হামতে। আগামী মরশুমে তিনি লাল হলুদ জার্সিতে থাকবেন না বলেই মনে করা হচ্ছে।