আজ, শনিবর সন্ধ্যায় ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচ রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। চলতি ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই ইস্টবেঙ্গল। ঘরের মাঠে পুরো ম্যাচ আদায় করে নিতে চাইবে দল। তার আগে নিজের পছন্দের পাঁচ সদস্যের দল বেছে নিয়েছেন ক্লেইটন সিলভা (Cleiton Silva)।
সন্ধ্যায় ম্যাচ। তাই ফ্লাড লাইটের তলায় অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। চাপে থাকলেও আশাহত নয় লাল হলুদ শিবির। হাসি মুখে দেখা গিয়েছে স্কোয়াডের ফুটবলারদের। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেছে ইস্টবেঙ্গল। সেখানে সিলভার কাছ থেকে শোনা গিয়েছে তার পছন্দের পাঁচ সদস্যের ফুটবল দলের কথা।
বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সিলভার দলে জায়গা পাননি মাঝমাঠের কোনো খেলোয়াড়। সিলভার স্পষ্ট জবাব, ‘মাঝমাঠে জন্য আলাদা করে কাউকে দরকার পড়বে না’।
ক্লেইটন সিলভার পছন্দের ৫ সদস্যের দল:। গোলকিপার: বুফো
ডিফেন্স: কাফু
মাঝমাঠ: কেউ নেই
আক্রমণ: রোনাল্ডো, মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
No midfielders! 🤯#AmagoFans, what do you think about Captain Cleiton’s 5️⃣-a-side team? Pick yours in the comments below! 👇#JoyEastBengal #EastBengalFC #BallwithBateryAI #EBFCKBFC #ISL10 @batery_scores pic.twitter.com/N9oyPFZf1U
— East Bengal FC (@eastbengal_fc) November 3, 2023