নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও একাধিক দাপুটে ফুটবলারদের সই করিয়েছিল মশাল ব্রিগেড। তাঁদের নিয়েই এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে গ্ৰুপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতে দল সেমিফাইনালে উঠলেও আটকে যেতে হয়েছিল সেমিফাইনালে। যদিও সেই হতাশা ভুলে আসন্ন সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে মরিয়া সকলে।
Also Read | এশিয়ার মঞ্চে ভারতের সম্ভাব্য একাদশে নতুন মুখ! রইল শেষ মুহূর্তের আপডেট
তবে শুধুমাত্র সিনিয়র দল নয়। গত কয়েক সপ্তাহে রিজার্ভ দলের কথা মাথায় রেখে ও একাধিক তরুণ প্রতিভাদের দলে টেনেছে লেসলি ক্লডিয়াস সরণির এই দল। আসলে গতবারের মতো এবারও প্রিমিয়ার ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেক্ষেত্রে এবার রোশান ছেত্রীকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। গত মরসুমে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রতিভাবান ডিফেন্ডার। সেই দলের হয়ে খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে খুব শীঘ্রই এবার ময়দানের এই প্রধানের জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে তাঁকে।
Also Read | নতুন দলের দায়িত্ব নিতে কেরালায় এসে গিয়েছেন আন্দ্রে চেরনিশভ
এই নয়া দলে নিজেকে প্রমাণ করাই এখন অন্যতম লক্ষ্য রোশানের। নর্থইস্ট ইউনাইটেডের মতো এবার এখানে ও ভালো পারফরম্যান্স করে অস্কার ব্রুজোর নজরে আসার লক্ষ্য থাকবে বাংলার এই ফুটবলারের। তবে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সেইমতো নিজেকে প্রস্তুত করছেন রোশান। শুধুমাত্র এই ডিফেন্ডার নয়। যুব দলকে শক্তিশালী করতে পূর্বেই আর ও একাধিক খেলোয়াড়দের নিশ্চিত করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাঁদের উপস্থিতিতে আদৌও কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে বিনো জর্জের দল এখন সেটাই দেখার।
BREAKING : East Bengal FC has completed the signing of promising defender Roshan Chhetri (16′) from North East United FC.
Welcome, Roshan ❤️💛#JoyEastBengal #TorchBearers pic.twitter.com/0854gWKmXW
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) September 9, 2025