আক্রমণের ঝড় তুলতে লাল-হলুদে আসছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড

এই সিজনের শুরুতে দলের আক্রমণ ভাগকে মজবুত করতে হিরোশি ইবুসুকিকে দলে এনেছিল ইস্টবেঙ্গল (East Bengal)।  দিমিত্রিওস দিয়ামান্তাকোসের পর এই জাপানি বোমার উপর ব্যাপক প্রত্যাশা ছিল…

Youssef Ezzejjari

এই সিজনের শুরুতে দলের আক্রমণ ভাগকে মজবুত করতে হিরোশি ইবুসুকিকে দলে এনেছিল ইস্টবেঙ্গল (East Bengal)।  দিমিত্রিওস দিয়ামান্তাকোসের পর এই জাপানি বোমার উপর ব্যাপক প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু তা পূরণ করতে পারেননি হিরোশি। যারফলে এবারের এই সিজনে দল একাধিকবার ট্রফি জয়ের সম্মুখীন হলেও চূড়ান্ত সাফল্য আসেনি। এই সিজনের ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনাল হোক কিংবা সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট সুপার কাপ। প্রত্যেক ক্ষেত্রেই হতাশ করেছেন এই বিদেশী স্ট্রাইকার। বহু সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে দলকে।

Advertisements

স্বাভাবিকভাবেই এবারের আইএসএলে তাঁর উপর যে ভরসা রাখতে পারবেন না কোচ সেটা জানা ছিল সকলের। এমন পরিস্থিতিতে গত ১৪ই জানুয়ারি নিজের সোশ্যাল সাইটে ইস্টবেঙ্গলের একটি ফ্যান পেজের পাশাপাশি বিমানের ছবি আপলোড করে দল ছাড়ার বিষয়টি নিজেই উস্কে দিয়েছিলেন এই তারকা। ঠিক তার পরের দিন নিজেদের সোশ্যাল সাইট থেকে হিরোশির বিদায়ের কথা জানায় লাল-হলুদ ব্রিগেড। এছাড়াও গত কয়েক সপ্তাহ আগেই পারস্পরিক সম্মতিতে দল ছেড়েছিলেন দলের আরেক তারকা বিদেশি হামিদ আহদাদ।

   

এই পরিস্থিতিতে নতুন কাদের যুক্ত করা হবে দলের সঙ্গে সেই নিয়ে সরগরম রয়েছে দল বদলের বাজার‌। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এবার স্প্যানিশ তারকা ইউসেফ ইজ্জেজারির নাম। বর্তমানে সিঙ্গাপুরের ফুটবল ক্লাব তানজং পাগার ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। যেখানে প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে পাঁচটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ছিল বছর বত্রিশের এই ফুটবলারের। হিসাব অনুযায়ী আগামী ৩০শে জুন পর্যন্ত তাঁর সঙ্গে সিঙ্গাপুরের এই প্রিমিয়ার লিগের ক্লাবের চুক্তি থাকলেও এবার সেখান থেকেই ভারতে আসতে চলেছেন ইজ্জেজারি।

যতদূর খবর, ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করে ফেলেছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারতে এসে লাল-হলুদে যোগ দিতে পারেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তাঁকে নিয়ে এখন ব্যাপক প্রত্যাশা সমর্থকদের।

Advertisements