ISL’র ‘লাস্ট বয়ে’র শিবিরে যোগ দিল নেপালের ডিফেন্ডার 

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তিন ভাগের দুই ভাগ ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এসসি ইস্টবেঙ্গল এখন চলতি ২০২১-২২ ISL সেশনের লাস্ট বয়।১৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ISL টুর্নামেন্টে ১১ নম্বরে লাল হলুদ ব্রিগেড। ১৮ টা খেলার মধ্যে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে পদ্মা পাড়ের ক্লাব,এফসি গোয়ার বিরুদ্ধে, নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে।ব্যস ওই পর্যন্তই। পয়েন্ট টেবিলে দশম স্থানে উঠে এসে এখন লিগের লাস্ট বয়ের লজ্জার কলঙ্ক সেটে গিয়েছে লাল হলুদ জার্সিতে। 

বুধবার, এসসি ইস্টবেঙ্গল ঘোষণা করেছে যে ISL সেশনের বাকি মরসুমের জন্য ডিফেন্ডার রিক্রুট করা হয়েছে। নেপালের ডিফেন্ডার অন্তত তামাংকে রিক্রুট করল এসসি ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেডে যোগ দিতে পেরে অন্তত তামাং’র প্রাথমিক প্রতিক্রিয়া হল,”এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমি সাধ্যমত ক্লাবকে সাহায্য করার জন্য উন্মুখ। এটা আমার জন্য গর্বের মুহুর্ত।”

   

প্রসঙ্গত, মঙ্গলবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে মারিও রিভেরার লাল হলুদ ব্রিগেড। রফিকদের বিরুদ্ধে জিতে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি এখন ISL পয়েন্ট টেবিলে চার নম্বরে এবং তিনে ATK মোহনবাগান ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট, ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে মুম্বই সিটি এফসি মেরিনার্সদের বিপক্ষে।

এখানে উল্লেখ্য যে, এফসি গোয়া ম্যাচ জয়ের আনন্দে,বলা বাহুল্য বহু কাঙ্ক্ষিত জয়ের উল্লাসে লাল হলুদ জনতা মারিও রিভেরাকে ‘The Real Magician’ তকমা দিলেও রিভেরার প্রথম জয় চলতি ISL সেশনের কোচিং এসে লাল হলুদ শিবিরে টুর্নামেন্টের বয়স যত গড়িয়েছে ‘স্প্যানিয়ার্ড জাদুকরের’ জাদু ততই ফিকে হয়ে যাচ্ছে। 

মুম্বই ম্যাচের আগে গত সোমবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে দার্শনিক ভঙ্গিতে মারিও রিভেরা দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে জবাব ছিল,”প্রতি ম্যাচের পর আমরা ম্যাচ বিশ্লেষণ করি। আমরা ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করার চেষ্টা করি এবং ভালো জিনিসগুলোকে রাখার চেষ্টা করি।” সব মিলিয়ে লাল হলুদ হেডকোচ মারিও রিভেরার কথার সূত্র ধরেই বলতে হয়, ভুল চিহ্নিত করে সংশোধন করার লক্ষ্য নিয়েই নেপালের ডিফেন্ডার অন্তত তামাং’র রিক্রুটমেন্ট এসসি ইস্টবেঙ্গলে ISL’র বাকি মরসুমের জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন