ন্যাশানাল ওমেনস লিগের (National Women’s League) গত ম্যাচে মুম্বাই নাইটসের কাছে বড় ব্যবধানে জয় পাওয়ার পর আজ মিসাকার সাথে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করল ইমামি ইস্টবেঙ্গল শিবির। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে শেষ হয় এই ম্যাচ। লাল-হলুদের জার্সিতে দলের হয়ে গোল করেন সিঙ্গ।
অন্যদিকে মিসাকার হয়ে গোল করেন তাদের দলের তারকা ফুটবলার লাবণ্য। প্রথমদিকে মিসাকা এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে গোল শোধ করে মশাল ব্রিগেডের ফুটবলাররা।
গত ম্যাচে মুম্বাই কে মুম্বাইয়ের ঘরে ধরাশায়ী করার ফলে আজ একেবারে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল লাল-হলুদ ব্রিগেড। যারফলে প্রথম দিক থেকেই আজ যথেষ্ট আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিয়েছিল দলের ফুটবলাররা। সেই সুযোগ কে কাজে লাগিয়েই প্রথমার্ধের একাধিকবার প্রতিপক্ষের রক্ষন ভেদ করে ঢুকতে থাকে মিসাকার ফুটবলাররা। একাধিকবার দলের সাক্ষাত পতন রোধ করেন গোলরক্ষক মেলোডি চানু। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লাবন্য। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মিসাকা।
𝙎𝙐𝙋𝙀𝙍 𝙎𝙐𝘽 𝙎𝙄𝙉𝙂𝙊 💥
East Bengal shares point with Misaka United FC in IWL today.
] ক্যাপ্টেন রত্না এবং অনিতা দুর্দান্ত খেলেছে বিদেশীর সামনে।
] মৌসুমী ও রিম্পা বিদেশী দের টক্কর দেওয়ার মতো খেলেছে।
] বাকি দুটি ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে হবে।#JoyEastBengal #IWL pic.twitter.com/hTXZsPEhj8— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) May 6, 2023
তবে দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়াতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল শিবির। দুই উইং থেকে আক্রমণ শানিয়ে বারংবার প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার চেষ্টা করতে থাকেন রিম্পারা। একটা সময় তা সামাল দিতে কার্যত হিমসিম খেতে হয় প্রতিপক্ষ কে। শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৭০ মিনিটের মাথায় দলের হয়ে গোল তুলে নেন লাল-হলুদের তারকা ফুটবলার সিঙ্গ। তার গোলেই সমতায় ফেরে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত অমীমাংসিত ভাবে শেষ হয় আজকের ম্যাচ।