বর্তমানে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। কিছু বছর আগে এই কোচের হাত ধরেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এমনকি তাদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ কোচের।
এই মুহুর্তে তিনি ডেনমার্কের প্রথম ডিভিশনের একটি ক্লাবের সহকারী দায়িত্বে থাকলেও আগামী মরশুমের জন্য তার উপরেই ভরসা রাখছে লাল-হলুদ শিবির। তবে শুধু কোচ চূড়ান্ত করেই থেমে নেই ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে তাদের ম্যানেজমেন্ট।
নতুন দল সাজানোর ক্ষেত্রে বিদেশি তারকাদের আনার জন্য কিছুটা ধীর গতি প্রয়োগ করা হলেও দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে অন্যান্য দল গুলির সঙ্গে কোমর বেঁধে লড়াই করছে শহরের এই প্রধান। গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে নাকি ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর কে চূড়ান্ত করে ফলেছে দল।
সেইসাথে দলের পুরোনো সৈনিক তথা প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরার সাথেও কথাবার্তা নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে দল। তবে এখানেই শেষ নয়। নিজের দল গঠনের ক্ষেত্রে নাকি চেন্নাইন এফসির পর কেরালা ব্লাস্টার্সের আরও বেশকিছু ফুটবলারদের টার্গেট করেছে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল।
এক্ষেত্রে দলের গোল লাইন সামলানোর ক্ষেত্রে ভরসাযোগ্য ফুটবলার খুঁজজে গিয়ে তাদের তরুন গোলরক্ষক প্রভসুখান গিলের দিকে আগেই নজর দিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। এছাড়াও ওডিশা এফসির গোলরক্ষকের সাথে ও কথাবার্তা শুরু করেছিল ক্লাব। তবে এবার নাকি কেরলা ব্লাস্টার্সের ফুল ব্যাক নিশু কুমারের এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের সঙ্গে কেরালার আরও এক বছরের চুক্তি থাকলেও শোনা যাচ্ছে, মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিতে চায় ইমামি ম্যানেজমেন্ট।