East Bengal: কেরালার পথে লাল-হলুদ, লক্ষ্য তিন পয়েন্ট

East Bengal Sets Sights on Kerala Trip

গত ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব। ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপারজায়ান্টস। সম্পূর্ণ সময় শেষে বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নিয়েছিল মোহনবাগান। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছে এবারের সুপার কাপ জয়ীদের। এখন যা পরিস্থিতি তাতে লিগের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সমস্ত ম্যাচ জিততে হবে লাল-হলুদ শিবিরকে। সেইমতো প্রস্তুতি নিয়েছে কুয়াদ্রাতের ছেলেরা।

Advertisements

আগামী ৩রা এপ্রিল তাদের লড়াই করতে হবে ইভান ভুকোমানোভিচের শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে। এখন সেদিকেই নজর সমর্থকদের। এই ম্যাচ খেলার উদ্দেশ্যেই ঘন্টা কয়েক আগে কেরালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গোটা দল। তিন পয়েন্ট নিয়ে শহরে ফিরতে চাইছে সকলে।

   

ঘন্টা কয়েক আগে লাল-হলুদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে বিমানবন্দরে খেলোয়াড়দের মুহূর্তের বেশ কিছু ছবি। যেখানে দেখা গিয়েছে ভারতীয় তারকা সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে আরও একাধিক বঙ্গ সন্তানকে। যাদের মধ্যে রয়েছেন তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জি থেকে শুরু করে আদিত্য পাত্র এবং মহিতোষের মতো ফুটবলাররা।

Advertisements

উল্লেখ্য, এবারের এই আইএসএল মরশুমে বেশ কিছু তরুণ ফুটবলারদের রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন সায়ন ব্যানার্জি থেকে শুরু করে অজয় ছেত্রী এবং পিভি বিষ্ণুর মতো ফুটবলাররা। গত কয়েকদিন আগে সেই তালিকায় যুক্ত হয়েছে শ্যামল বেসড়া এবং মোহিতোসের নাম।

ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের পাশাপাশি আইএসএলের মত প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে ও তরুণ ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট চোখে পড়ার মতো। সবদিক ভাবনা চিন্তা করেই তাদের সিনিয়র দলে প্রমোট করেছে ম্যানেজমেন্ট। তবে কেরল থেকে ইস্টবেঙ্গল আদৌ পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা এখন সেটাই দেখার।