East Bengal: লাল-হলুদের নজরে জামশেদপুরের এই তরুণ ফুটবলার

Advertisements আইএসএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে এখনো রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal )দল। তা মজবুত করতে আগামী বুধবার পাঞ্জাব এফসির বিপক্ষে জয় পেতে মরিয়া এবারের সুপার কাপ…

provat lakra

Advertisements

আইএসএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে এখনো রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal )দল। তা মজবুত করতে আগামী বুধবার পাঞ্জাব এফসির বিপক্ষে জয় পেতে মরিয়া এবারের সুপার কাপ জয়ীরা। তাতে ও কোয়ালিফাই করার ক্ষেত্রে নজর রাখতে হবে দলের অন্যান্য ফুটবল দল তথা চেন্নাইন ও নর্থইস্ট ইউনাইটেডের দিকে।

   

এসবের মাঝেও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। যাদের মধ্যে সবচেয়ে বেশি উঠে এসেছে ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপোর মতো দাপুটে ফুটবলারদের নাম।‌

তবে শুধু বিদেশী ফুটবলার নয়। নতুন সিজনের কথা মাথায় রেখে দেশীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও নজর দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নিজেদের পড়শি ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের তরুণ প্রতিভা ডেভিড লালাসাঙ্গার উপর নজর ছিল বহুদিন ধরেই। যে খবর উঠে আসছে, সেই অনুযায়ী গত মাস কয়েক আগেই নাকি এই তরুণ প্রতিভাকে চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ শিবির। যদিও এখনো পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি এই ফুটবলারের নাম। মনে করা হচ্ছে, আইএসএল মরশুম শেষেই ডেভিডের নাম ঘোষণা করতে পারে ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, হায়দরাবাদ দলের তরুণ তারকা মার্ক জোথানপুইয়াকে ও নাকি প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। তবে আদৌও তিনি আসবেন কিনা সেটি এখনো চূড়ান্ত নয়।

এসবের মাঝেই উঠে আসছে প্রভাত লাকরার নাম। উল্লেখ্য, এবারের এই আইএসএল সিজনে খালিদ জামিলের জামশেদপুর এফসির হয়ে খেলেছেন বছর ছাব্বিশের এই ফুটবলার। সুযোগ মতো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। জানা যাচ্ছে, নতুন মরশুমের জন্য তাকেও দলে চাইছে ইস্টবেঙ্গল। তবে নিজের পুরনো ক্লাব জামশেদপুর এফসি ছেড়ে আদৌ তিনি আসতে চাইবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।