আইএসএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। সেইমতো নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে একাধিকবার বৈঠক ও করা হয় তাদের তরফে।
সিদ্ধান্ত নেওয়া হয় সুপার কাপের পরেই বদলানো হবে দলের কোচ। পাশাপাশি পুরোপুরি ঢেলে সাজানো হবে গোটা দলকে। সেইমতো কাপ টুর্নামেন্ট শেষ করে গত মাসের শেষের দিকে বিদায় জানানো হয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে। তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে।
তবে শুধু কোচ নির্বাচন নয়। পরবর্তী মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের কাজ ও শুরু করে দেওয়া হয় তাদের তরফে। সেইমতো প্রতিপক্ষের ঘর ভেঙে নন্দকুমার, ইভান ভান্সপাল থেকে শুরু করে হায়দরাবাদ এফসির তারকা ফরোয়ার্ড জাভির সিভেরিও কে ও দলে টানার কথা শোনা যেতে থাকে ম্যানেজমেন্টের তরফে।
এবার সেই তালিকায় উঠে আসল এফসি গোয়ার এক বিদেশি ডিফেন্ডারের নাম। তিনি ফায়েস আর্নাউট। যতদূর জানা গিয়েছে, আগামী দুই মরশুমের জন্য নাকি এই সিরিয়ান তারকার সাথে একপ্রস্থ কথা সেরে নিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে আসতে পারেন লাল-হলুদ শিবিরে।
বলাবাহুল্য, এই শেষ আইএসএল মরশুমে এফসি গোয়ার জার্সিতে মোট ২২টি ম্যাচ খেলেছিলেন তিনি। বলা যায়, এফসি গোয়ার রক্ষনের অন্যতম কান্ডারি ও ছিলেন এই তারকা। তবে চলতি মাসের শেষের তার সঙ্গে চুক্তি হচ্ছে গোয়ার। সেই সুযোগ কে কাজে লাগিয়েই বছর ছাব্বিশের এই ফুটবলার কে দলে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল।