ময়দান চমকে শিগগির প্রকাশ্যে মশালবাহিনীর নতুন কোচের নাম

সেপ্টেম্বর মাসের শেষেই ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর অনুপস্থিতিতে বর্তমানে দলের দায়িত্ব সামাল দিচ্ছেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। গত মরসুমে স্টিফেন কনস্টানটাইনের…

East Bengal

সেপ্টেম্বর মাসের শেষেই ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর অনুপস্থিতিতে বর্তমানে দলের দায়িত্ব সামাল দিচ্ছেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। গত মরসুমে স্টিফেন কনস্টানটাইনের পরিবর্তে কার্লেসের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। সময়ের সাথে সাথেই সুদিন ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধানের। যারফলে প্রায় বারো বছরের ট্রফির খড়া কাটিয়ে জাতীয় স্তরের ট্রফি জিতেছিল এই ফুটবল ক্লাব। ওডিশাকে হারিয়ে দল জিতেছিল কলিঙ্গ সুপার কাপ। তারপর থেকেই সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন কুয়াদ্রাত।

নতুন মরসুমে তাঁর উপরেই ভরসা রেখেছিল লাল-হলুদ শিবির। এই স্প্যানিশ কোচের পছন্দকে গুরুত্ব দিয়েই দল গঠনের কাজে হাত দিয়েছিল লগ্নিকারী সংস্থা। কিন্তু প্রথম থেকেই যথেষ্ট ছন্নছাড়া থেকেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হতে হয়েছে শিলং লাজং এফসির কাছে। তারপর এএফসির টুর্নামেন্টের প্রিলিমিনারি রাউন্ডে ঘরের মাঠে এগিয়ে থেকেও পরাজয়। সেই ধাক্কা কাটিয়ে আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও এখনো পর্যন্ত আসেনি জয়। কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম তিনটি ম্যাচেই পরাজিত হতে হয়েছে দলকে‌। ,

   

সেটা খুব একটা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এমনকি কোচ বদলের দাবি উঠতে শুরু করেছিল সমর্থকদের তরফে। এই পরিস্থিতিতে পদত্যাগ পত্র জমা দিয়ে দেন কুয়াদ্রাত। কিন্তু কে হবেন দলের নতুন কোচ? সেই নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায় ময়দানে। নয়া কোচ হিসেবে গত কয়েক সপ্তাহে একাধিক নাম উঠে আসতে থাকে বিভিন্ন মাধ্যম গুলি থেকে। কিন্তু আদৌ কার সাথে কথা বলছে লগ্নিকারী সংস্থা? সেটা খুব একটা স্পষ্ট নয় কারো কাছেই। তবুও সময় যত এগোচ্ছে ততই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অস্কার ব্রুজনের নাম। একটা সময় সেলটা ভিগোর যুব দল থেকে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল।

পরবর্তীতে ভারতীয় ক্লাব মুম্বাই সিটি এফসি দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকাকালীন একাধিক সাফল্য পেয়েছেন অস্কার। তবে সেখানেই শেষ নয়। বছর কয়েক আগে বাংলাদেশের জাতীয় দলেরও দায়িত্ব সামলেছেন এই স্প্যানিশ ফুটবল ম্যানেজার। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর লাল-হলুদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি। কিন্তু সেক্ষেত্রে তাঁর নির্দেশে বেশ কিছু বদল আসতে পারে দলের অন্দরে। বাদ পড়তে পারেন একাধিক পরিচিত মুখ।

শুধুমাত্র অস্কার নন, কোচ হওয়া দৌড়ে নাম রয়েছে আলবার্তো রোকার। ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট পরিচিত মুখ তিনি। অনেকের মতেই ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। মনে করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। ক্লাবের তরফে হয়তো ঘোষণা করে দেওয়া হবে নতুন কোচের নাম।